নি:সন্দেহে এটি একটি চমৎকার সুবিধা।
* কিন্তু সবচেয়ে বড় অসুবিধার বিষয় হলো সব সময় এটিএম কার্ড সাথে বহন করা।
* আরো অসুবিধার বিষয় হলো: বিভিন্ন সমস্যার করণে মেশিন কার্ড খেয়ে ফেলে । বা কার্ড হারিয়ে যায়
* মানিব্যাগে রাখতে রাখতে কার্ড ভেঙে যায় কিংবা ম্যাগনেটিক টেপ ক্ষতিগ্রস্থ হয়।
এখন মূল বিষয়টি হলো:
এটিএম বুথ থেকে টাকা তুলতে কার্ডের ঝামেলায় যাবার দরকার আসলেই কি আছে?
►
কার্ড না দিয়ে সবার জন্য বিশেষ আইডি, পাসওয়ার্ড জাতীয় কোড দিয়ে দিলেই তো হতো।
দরকার মতো রাস্তার পাশের বুথ এ গিয়ে ওই বিশেষ কোডগুলো দিয়ে অ্যাকাউন্টে লগইন করেই তো টাকা তোলা যেত ..নাকি ?
◄
আপনাদের কার কী ধারনা জানান ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৬