যতই দেখি ততোই অবাক লাগে । এইদেশের কিছু হবে বলে আমি বেশী আশাবাদী হতে পারি না। আজকের দিনে অনেক মিডিয়া হয়েছে । তৈরী হয়েছে কর্পোরেট দালাদের লাঠিয়াল । মিডিয়া আজ কর্পোরেট দালালদের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে । রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরী হচ্ছে আর তা নিয়ে নানান জন নানা কথা বলে বেড়াচ্ছেন তাদের কেউ বিশেষজ্ঞ নয়।
মজার ব্যপার হচ্ছে যা বলছে পরিবেশের ক্ষতি হবে ,সুন্দরবন শেষ হয়ে যাবে তারা কেউ বিশেষজ্ঞ নয়। অর্থনীতিবিদ,টকশোবিদ,বামবিদ,বীমাবিদ,আইনবিদ,আনাড়ি সাংবাদিক সবাই আজ তাপবিদুৎ কেন্দ্র বিশারদ । কোথাও নেই তাপ বিদুৎ কেন্দ্রে কাজ করা বা বিদুৎ উৎপাদনের সাথে জড়িত বিশেষজ্ঞ কোন ইঞ্জিনিয়ার । তাদের কোন কিছুতেই কোন লজ্জা বোধও নাই। বেলা'তে নাই কোন পরিবেশ বিশেষজ্ঞ আর তারাই নাকি সার্টিফিকেট দেয় পরিবেশ দূষণের । অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ কয়লা তুলতে দিবে না । রামপাল নিয়ে ১১০০ টাকার প্যাকেজে যথেচ্ছা নর্তনকোদনও করেছে বামবিদরা । কোথাও কোথাও নাকি চরম ডান বিএনপি থেকে সংবর্ধনাও নিয়েছে । কিন্তু প্রশ্ন জাগে যদি কোন প্রজেক্টে চীন সম্পৃক্ত থাকে তখন বাম-রাম সবাই চুপচাপ।
জীবানন্দ দাস তো আগেই বলে গিয়েছে,
"অদ্ভূত আধাঁর এক,পৃথিবীতে এসেছে আজ
যারা আন্ধ সবচেয়ে বেশী চোখে দেখে তারা।"
এখন বাংলাদেশে বিশেষজ্ঞ সাজার বা সাজানোর অবস্থা দেখে মনে হচ্ছে অদ্ভূত আধাঁর আজ সন্নিকটে ।