ভাল মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক কমেছে এটা সামু ব্লগে আসলেও বুঝা যায় । চোপা জামাতি ছাড়া কোন ব্লগ নাই..সামুতে ইদানিংকালে।
জাবি আজ উত্থাল কি জন্য-একজন বিএনপিপন্থী একজনকে ভিসি বানানোর মহড়া চলতেছে জাবিতে। প্রফেসর নাসিম এইবার কিছু সুবিধাবাদী আওয়ামীপন্থী শিক্ষক আবার কিছু সবনীতির উর্ধে যখন যেই সরকার ক্ষমতায় তার অনুসারী হিসেবে পরিচিত তাদের নিয়ে দলডাড়ী করেছেন । আর তাদের সমর্থনে আছে কিছু অতি বিপ্লবী সাংস্কৃততি কর্মী পরিচয়ের আড়ালে কিছু আন্ডারগ্রাউন্ড বামকর্মী (যেমন-জাতীয় ছাত্রদল,ছাত্র কল্যাণ ইত্যাদি মূলধারার বাইরের কিছু ছাত্রসংগঠন)।ভিসি খারাপ বা ভাল তার যুক্তিকথা নিয়ে আলোচনা চলতে পারে।কিন্তু ভিসির বাসা অবরোধ করে বাইরে টায়ার জ্বালিয়ে মিছিল করা কোন শিক্ষকের কাজ হতে পারে না। আরো শুনা যায় ভিসির নামে নানা অশ্লীল বাক্যও বলতে নাকি কোন বাছবিচার করে না আন্দোলনকারী শিক্ষকেরা।
আমি যখন দেখি টেলিভিশন টক-শোতে কিছু জাবি শিক্ষক আমাদের রাজনীতিবিদদের নানা বয়ান দেন । আর তারা নিজেরাই যে রাজনীতিদের চেয়ে নিচু মনমানসিকতা ধারন করে ।তারাই আবার শিক্ষক হয় বিশ্ববিদ্যালয়ের মত বিদ্যায়তনে। আমার মনে হয় জাবিতে এখন আর ভাল মানুষ কেউ পড়ে না-বা ভাল কেউ পড়ায়ও না। কারণ আজকের অতি বিপ্লবীদের কেউ বা অন্যকোন ছাত্রসংগঠনের কোন ক্যাডারই হবেন শিক্ষক।
জাবি'র বর্তমান অবস্থায় শুধু এইটাই বলতে পারি জাবিতে আসলে ভাল কোন মানুষ থাকে না,ভাল কোন শিক্ষাও নেই জাবিতে। শুধু পাবলিকের তকমা লাগানো কোন বিশ্ববিদ্যালয় মাত্র।
বি.দ্র. এই লেখায় কেউ আহত হলেও হতে পারেন,তার জন্য আমি দুঃখিত(তবে আবেগের থেকে বাস্তবতারই প্রাধান্য)
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ রাত ১২:২২