ইদানিং দেখতেছি অনেকেই গবেষনা করতেছে যে কয়জন মারা গেছে, ২০ জন, ৩০ জন, ২৫০০ জন, ৩০০০ জন না একজন ও না। ট্রাক কয়টা লাগছে, ট্রাক কয় টনের হয়, একটা লাশের আনুমানিক ওজন কত, একটা ট্রাকে কয়টা লাশ ধরে এইসব জটিল অংক কষে আইনেস্টাইনের লেভেলে চলে যাচ্ছে। আবার অনেকে ছবি ফটোশপে এডিট করে শেয়ার করতেছে আর অনেকে সেটা আবিষ্কার করতেছে, এই বিশাল আইটি বিশেষজ্ঞরা এই মেধা কাজে লাগিয়ে পারলে একটা ফ্রি সফটওয়্যার তৈরি করেন যাতে আমাদের পাইরেটেড কিছু ব্যবহার না করতে হয়।
অনেকেই মায়া কান্না কাদতেছে, যে সর্বস্ব হারানো দোকানদারদের কি হবে? কেই বা পবিত্র কুরআন শরীফে আগুন দিলো (আল্লাহ মাফ করো)? কিন্তু একজনও বলতেছে না যারা মারা গেছে, হোক সে হেফাজত, হোক সে পুলিস/বিজিবি, তাদের পরিবারের দায়িত্ব কে নিবে? BAL / BNP / BJP / BJI/ হেফাজত/ আমি / আপনি, না ??????????????????????? প্রতিটা মৃত্যু ই সমান কষ্টদায়ক আমার জন্য, সে যে দলের বা মতের ই হোক না কেনো।
facebook হল সামাজিক যোগাযোগের মাধ্যম ( বেচারা Mark Zuckerberg ), কিন্তু আমরা অতি পন্ডিত জ্ঞাণপাপীরা একে ব্যবহার করছি আমাদের রাজনৈতিক মতাদর্শ জাহিরের মাধ্যম হিসাবে (আমিও করেছি তবে তা কাউন্টার পোস্ট হিসেবে)।
আসলে সবাই আমরা প্রচণ্ড রকমের Biased, তাই ক্রমাগত মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা চালাচ্ছি, শেয়ার করছি রাজনৈতিক সব পোস্ট সত্যি মিথ্যা না জেনে। মতের মিল না হলেই ব্যবহার করছি বাল, ছাগু ইত্যাদি শব্দ, এরপর ব্লক অথবা আনফ্রেন্ড।
ভবিষ্যৎ সামনে অন্ধকার, গৃহযুদ্ধের মনে হয় বেশি দেরি নেই। তাই সবাইকে অনুরোধ করছি যদি আপনি মনে করেন আপনি একজন বুদ্ধিজীবি, জ্ঞান আর আপনার ক্ষুদ্র ব্রেইন এ ধরতেছে না, লিক করতেছে, তাহলে আপনার একটা ফ্যান পেইজ খুলুন, সেখানে আপনার মহান বাণী পেশ করুন, পছন্দ হলে লাইক দিব অথবা আমাকে দিবেন । অযথা News Feed ভারী করে লাভ কি? আমার দেশের মহা মূল্যবা্ন bandwidth এর অপচয় ছাড়া কিছুই না। আপাতত বিদায়.....................