সামুতে আমি ব্লগার হবার পর থেকে নিয়মিত আছি। তবে লেখক হিসেবে নই, আছি কেবলই পাঠক হয়ে।
প্রথম প্রথম সে কি ব্লগিং! পড়াশোনা বা অন্য কাজ করতে বসলে মাথায় ঘুরপাক খেতো, পরবর্তী ব্লগটা কি নিয়ে লেখা যায়। কোন আইডিয়া পেলেই ঝাঁপিয়ে পড়ে লেখা শুরু করে দিতাম। তারপর ভুল শুদ্ধ যাচাই না করে ধুম করে পোস্ট করে দিতাম।
ভালো লাগতো মন্তব্যে সবার প্রশংসা পেয়ে। তৃপ্তিতে ভরে যেতো মন। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, মনে হত যেন আমি সারাজীবন সামুতে ব্লগিং করব।
কিন্তু কিভাবে কিভাবে যেন সেই ইচ্ছে স্তিমিত হয়ে এলো।
বিশেষ করে মাঝখানে কিছুদিন সামুতে লগইন করতে না পারায় সামুতে লিখার ইচ্ছেটা শূন্য মাত্রায় নেমে চলে এসেছে। অনেক দিন ভেবেছি, আবার লিখব সামুতে, কিছু না কিছু লিখব, কিন্তু কি লিখব তা তো মাথায় আসে না!
যাহোক, কিছু না লিখলেও সামুর লেখা আমি নিয়মিত পড়ি। লগইন করতে অলসতা এত বেশি আমার, তাই ব্লগে মন্তব্য করাও হয়ে উঠে না। নাহ, ভুল বললাম, মন্তব্য করি ঠিকই তবে সব মন্তব্যই করে যাচ্ছি মনে মনে। লিখিত আকারে হয়ে উঠছে না। ভাবছি ব্লগে নিজে লিখালিখি না করলেও এখন থেকে অন্যদের লেখায় নিজের মন্তব্য দেব। গঠনমূলক মন্তব্য করতে পারাটাও অবশ্যই ব্লগিং এর একটি অংশ।
যারা নিয়মিত সামুতে লিখে যাচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল।