এক বছর দুই সপ্তাহ!
অনেকদিন ব্লগিং করে ফেললাম। আমার ব্লগ দেখা হয়েছে ছাব্বিশ হাজার বার।
যদি সবকিছু স্বাভাবিক থাকতো তাহলে আমিও হয়তো বর্ষপূর্তি পোস্ট লিখতাম। হয়তো অভিনন্দনের জোয়ারে ভেসে যেতাম।
যদিও হিসেব অনুযায়ী এক বছর হয়ে গেছে, তবে আমার মনে হয় এই এক বছরের মাঝে খুব বেশি হলে মাত্র চার মাস আমি ভালোভাবে ব্লগিং করেছি।
আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে আগের মত এক্টিভ ব্লগার হয়ে যাই। কিন্তু ল্যাপটপ এ তো সামু পাওয়া যায় না। কয়েকজনের পরামর্শে কয়েক রকম ভাবে সামুকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, হয়নি।
মোবাইলে ব্লগিং করা আর সাদা ভাতকে পায়েস বলে খেয়ে ফেলা একই কথা। আমি শুরু থেকেই ল্যাপটপে ব্লগিং করেছিলাম। তাই মোবাইলে সামু ব্লগ খুলে দেখার প্রতি বিন্দুমাত্র আগ্রহ জাগে না।
যারা এখনো সমানে ব্লগিং করে যাচ্ছেন তারা হয়ত দেশে নেই, মনে হয় বিদেশ বসেই ব্লগ চালিয়ে যাচ্ছেন। মনের আয়েশ মিটিয়ে ব্লগিং করতে হলে মনে হয় আমাকেও বিদেশ চলে যেতে হবে।
এনিওয়ে, এই এক বছরে ব্লগে যারা আমার ডিজিটাল ডায়েরি দেখেছেন সবাইকে ধন্যবাদ।
হ্যাপি ব্লগিং।