আমিঃ বাজারে গিয়ে দেখি আজ ব্যাঙের মাংস বিক্রয় হচ্ছে ।মানুষ জন দুমড়ি খেয়ে মাংস কিনছে আমি তো অবাক।
আমি একজন কে বললাম ভাই আপনি ১০ কেজি ব্যাঙের মাংস নিলেন বাসাই রাগ করবে না।
এক ব্যক্তিঃ তিনি বললেন জানলে তো রাগ করবে। যে মাংসের দাম এক কেজি গরু=২৭০, দেশি মুরগি=২৭০, বিদেশি মুরগি=১৭০, খাসি =৪৮০ টাকা ।ভাই আমার
তাই তো মাত্র ৫০ টাকা ১ কেজি ব্যাঙের মাংস তাই কিনলুম ১০ কেজি। এবং জবাই করে পিছ করে নিলাম
বাসায় বুজবে না।আমি তো বলব হার ছাড়া গরুর মাংস এনেছি, তাতে চলবে।
আমিঃ ১০কেজি কিনলেন
এক ব্যক্তিঃ সামনে রোজা না আবার যদি দাম বারে।আমাদের দেশের বাজারের তো ঠিক নেই কিছু অসাধু ব্যাঙের ব্যবসায়ী ব্যাঙ stock করে রেখে দিবে
আমিঃ ভাবলাম দিন পরিবর্তন হ্রচ্ছে , আগে মানুষ বলত গরু গৃহপালিত । এখন বলবে ব্যাঙ একটি পানিবাহিত প্রাণী,ব্যাঙ সাধারণত বর্ষা কালে দেখা যায় ব্যাঙের গোশত খুবই সুস্বাদু।
আর সরকার বলবে”আসুন ব্যাঙের চাষ করি গরু,মুরগি,খাসি উপর চাপ কমাই “