দিনটা কেটেছে ভয়াবহ ব্যস্ততায়। তাই খবর দেখতে পারিনি। তার উপর একগাদা কাচা বাজার করে হাপিয়ে গেছি। টেলিটকের সিম কিনে ছিলাম দেশের টাকা দেশে থাকবে বলে। কিন্তু বিধিবাম সারা মহল্লা বাজার ঘুরে কোথাও টেলিটকের কার্ড পেলাম না। মনে মনে সরকারের টেলি মন্ত্রালয়কে গাল দিলাম।
বাসায় আসার পর আমার আওমীপন্থি বউয়ের কাছে শুনলাম ভয়াবহ দুঃসংবাদ!
তিনি বললেন সাহারা বেগমকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তিনি পুলিশ বাহিনীর হর্তা-কর্তা আর নয়।
সাগর রুনীর হত্যাকাণ্ডের পর তার বিখ্যাত কৌতুক ৪৮ ঘন্টা...! জাতি মনে রাখবে বহুকাল। যার প্রতিটি কথাই জনগনকে বিনোদন দিত সেই সাহারা আপাকে সরিয়ে দিয়ে প্রধাণমন্ত্রী কাজটা ঠিক করলো না।
অনেক মানুষের হৃদয় ভাঙলো। সরকারের এই সিধান্ত।
ফেসবুক ব্লগ জুড়ে হাহাকার চলছে। মডুদের উচিৎ সাহারা আপার প্রস্থান নিয়ে একটা পোষ্টকে স্টিকি করা। ( আমারটাও করা যেতে পারে)।
অনেক তরুনীদের কাছে সাহারা আপা ছিল আইডল। তারা অনেকেই সাহারা হতে চাইত। বয় ফেরেণ্ডদের ভয় দেখাতো। সাহারা আপাকে নিয়ে তাহাদের আহল্লাদের সীমা ছিলনা।
অনেক গৃহিনী সাহারা আপার মত হুমকি ধামকি দিয়ে পরিবার নিয়ন্ত্রনে রাখত।
এখন হয়ত আবার তারা হাতে ফোন নিয়ে বসবে।
সর্বকালের সর্বশেষ্ট স্বরাষ্ট মন্ত্রী ! যিনি সব সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পারতেন এবং ঘর থেকে বেরুনোর আগে তালা মারার মত ব্যাপারও জনগণকে বলে দিতেন তার এহেন বিদায় মানতে পারছি না।
অন্তত ওবায়দুলের মত ফেসবুকে একটা স্ট্রাটাস দিতে পারতেন।