আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বর্নিত, রাসূল (ছাঃ) বলেন,
১) যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং তারা প্রকাশ্যভাবে অশ্লীল কাজে লিপ্ত হবে, তখন মহমারী ও এমন কিছু রোগ ছড়িয়ে পড়বে যা পূর্বে কারো ছিল না ।
২) আর যখন মানুষ ওজনে ও পরিমাপে কম দিবে, তখন মানুষের উপর দুর্ভিক্ষ খাদ্যদ্রব্যের সংকট এবং অত্যাচারী শাসকের দুঃশাসন নেমে আসবে
৩) আর যখন মানুষ তাদের সম্পদের যাকাত দিবে না, তখন আকাশের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে, যদি চতুস্পদ প্রাণী না থাকত তাহলে কখনও বৃষ্টি দেওয়া হতনা
৪) আর যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা অঙ্গীকার ভংগ করবে, তাদের উপর বিজাতির ক্ষমতা ও কর্তৃত্ব দান করবে এবং ঐ বিজাতি শাসক তাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে
৫) আর যখন আলেম ও শাসকগন আল্লাহর কিতাব অনুযায়ী শাসনকার্য পরিচালনা করবে না বরং আল্লাহর দেওয়া বিধানের উপর নিজ ইচ্ছা প্রয়োগ করবে, তখন আল্লাহ তায়ালা মানুষের উপর দুঃখ কষ্ট, দুর্দশা, দূরবস্থা, দারিদ্রতা ও দুর্ভোগ চাপিয়ে দিবেন
(ইবনু মাজাহ, আলবানী হা/৪০১৯)
আনাস (রাঃ) বর্ণনা করেন যে, একজন লোক এসে রাসুল (সাঃ) কে জিজ্ঞেস করল,
আমি কি আমার উট বেঁধে রাখব আর তারপর আল্লাহর উপর তাওাক্কুল রাখব, নাকি উটকে খোলা ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওাক্কুল রাখব?
উত্তরে রাসুল (সাঃ) বললেন, ‘তাকে বেঁধে রাখ, এবং সেই সাথে আল্লাহর উপর তাওাক্কুল রাখো।’
[তিরমিযী]