আবুবকর ছিদ্দীক (রা) বলেন, আমি রাসূল (ছা) কে বলতে শুনেছি
"নিশ্চয়ই মানুষ যখন কোন অপসন্দ কথা বা কর্ম লক্ষ্য করে তা প্রতিরোধ করার চেষ্টা করে না, অচিরেই আল্লাহ তাদের সকলকে শাস্তি দিবেন । অন্য বর্ননায় আছে,
"যখন কোন সম্প্রদায়ের মাঝে পাপ হতে থাকে এবং প্রতিরোধ করতে সক্ষম ব্যক্তিরা প্রতিরোধ না করে তখন আল্লাহ সকলকেই শাস্তি দেন"
[তিরমিযী, আবুদাউদ, মিশকাত হা/৫১৪২]
জাবির (রা) হতে বর্নিত, রাসূল (ছা) বলেছেন,
'আল্লাহ তাআলা জিবরীলকে বলেন ওমুক অমুক শহর তার অধিবাসী সহ উল্টে দাও অর্থাত্ ধ্বংশ করে দাও । জিবরীল বললেন, প্রতিপালক ! তাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছেন যিনি এক মুহূর্তও আপনার নাফরমানী করেন না । আল্লাহ বললেন তাকে সহ সকলকে ধ্বংশ করে দাও । নিশ্চয়ই তার মুখ আমার ব্যাপারে এক মুহূর্তও চিন্তিত হয় না । অর্থাত্ অপরকে দাওয়াত দেয় না.
[বায়হাক্বী, মিশকাত]