নিজস্ব এবং দলগতঃ
ব্যাটিং
সর্বাধিক রানঃ শচিন টেন্ডুল্কার ১৭৯৬ রান(১৯৯২-২০০৭ পর্যন্ত)
সর্বোচ্চ অ্যাভারেজ(সর্বনিম্ন ২০ ইনিংস)ঃ ভিভ রিচার্ডস ৬৩.৩১ (১৯৭৫-১৯৮৭ পর্যন্ত)
সর্বোচ্চ স্কোরঃ গ্যারী কারসটেন; ইউএই এর বিরূদ্ধে ১৮৮* (১৯৯৬)
সর্বোচ্চ পার্টনারশিপঃরাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলী ২য় উইকেট জুটি শ্রীলংকার বিরূদ্ধে ৩১৮ (১৯৯৯)
এক টুর্নামেন্টে সবচেয়ে বেশীরানঃশচীন টেন্ডুল্কার ৬৭৩(২০০৩)
ফিল্ডিং
সর্বোচ্চ রান আউট - উইকেটকীপার কৃতঃ অ্যাডাম গিলক্রিষ্ট ৩৯ (১৯৯৯-২০০৭)
সর্বোচ্চ ক্যাচঃ রিকি পন্টিং ২৪ (১৯৯৬-২০০৭)
বোলিং
সর্বোচ্চ উইকেট শিকারীঃ গ্লেন ম্যাক গ্রা ৭১ (১৯৯৬-২০০৭)
সর্ব নিম্ন অ্যাভারেজঃ(কম পক্ষে ১০০০ বল) গ্লেন ম্যাক গ্রা ১৯.২১ (১৯৯৬-২০০৭)
সবচেয়ে ভাল বোলিং ফিগারঃ গ্লেন ম্যাক গ্রা নামিবিয়ার বিরূদ্ধে ৭/১৫ (২০০৩)
এক টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটঃ গ্লেন ম্যাক গ্রা ২৬ (২০০৭)
এক ইনিংস এ সবচেয়ে বেশী এক্সট্রাঃ স্কটল্যান্ড বনাম পাকিস্তানের খেলায় -৫৯ (৫ বাই,৬ লেগ বাই ,৩৩ ওয়াইড, ১৫ নো বল)
দলগত
সর্বোচ্চ স্কোরঃ ভারত বনাম বারমুডা ৪১৩/৫ (২০০৭)
সর্বনিম্ন স্কোরঃ কানাডা বনাম শ্রীলংকা ৩৬ (২০০৩)
শতকরা হিসেবে সর্বোচ্চ জয়ীঃ অষ্ট্রেলিয়া-৭৫% (৬৯ খেলায় ৫১ জয়)
সবচেয়ে বেশী ম্যাচে আম্পায়ারঃ ডেভিড শেফার্ড ৪৬
ক্যাপ্টেন্সিঃ সবচেয়ে সফল জয়ী ক্যাপ্টেন: রিকি পন্টিং ১০০% (২২ ম্যাচ)
সবচেয়ে বেশী ম্যাচের ক্যাপ্টেন ষ্টিফেন ফ্লেমিং ২৬
সবচেয়ে কম বয়স্ক খেলোয়াড়ঃ তালহা জুবায়ের-বাংলাদেশ - ১৭ বছর,৭০ দিন (২০০৩)
সবচেয়ে বেশী বয়স্ক খেলোয়াড়ঃ নোলান ক্লার্ক- নেদারল্যান্ড -৪৭ বছর ২৪০ দিন (১৯৯৬)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৩৪