সালাম সবাইকে। আশা করি ১২।১২।১২ তে সবাই ভালো আছেন। পোস্ট দেয়া হইয় খুব কম, কারণ লিখতে পারিনা। তবে এবার শুরু করলাম আর থামব না। এই ব্লগে যেমন ভাল মানুষ আছেন তেমন খারাপ মানুষ আছেন, আমি ভালো দের সাথে। ব্লগার রা মিটিং করবে আর আমি থাকব না সে হতে পারে না। অনেক আশা নিয়ে কিন ব্রিজ এর নিচে প্রথম মিটিং এ গেলাম।
যাইয়া ই মামুন ভাই,মন্ত্রি,নিয়াল,প্রিথিরাজ,ইভান,আলমগির সহ আরো যারা উপস্থিত ছিলেন তাদের সবাই কে একটা অনুরোধ করলাম যে সামনে ১৯ তারিখ যে ব্লগ ডে টা পালন করা হবে সেখানে যেন আস্তিক-নাস্তিক,সাগু-ভাদা,রাবিশ রাজনীতি ছাড়া যীন ব্লগ ডে টা পালন করা হয়। সবাই হ্যাঁ বললেন। পরের মিটিং শাহি ঈদ্ঘাহ হল গেলাম। সেখানে ও গেলাম- সবাই কে এক ই অনুরোধ করালাম। ফল হল উলটো। আচ্ছা রে ভাই আমারে বলেন টুকটাক রাজনীতি সবাই করি- যে যার অবস্থান থেকে যার যার দল সাপোর্ট করি। আর সে হতে পারে এক কথায় ডান পন্থি বাম পন্থি। ৮০ এ জন্ম নিয়ে জামাত-শিবির করার অপরাধে যদি আপনাদের মতে সাগু হয়ে থাকি সে ভালো। সেরকম একটিভ কর্মী থাকলে এক কথা ছিল। কই জাফর স্যার তো উনার লেখায় বুঝিয়েছেন সুন্দর ভাবে, গালা-গাল তো করেন নাই। যুক্তি-তর্কের মাধ্যমে একজন সাগু বলা যায় ভাদা বলা যায়।
আপনারা যারা আমাদের সাগু বলে ডাকেন ডান পন্থি ভাই দের, আমরা আপনাদের মিটিং এ যেয়ে পবিত্র মিটিং অপিবত্র করতে চাইনা। তাই আমরা ঠিক করছি ১৯ ডে তে আলাদা মিটিং করবো। সেখানে হবে সব মতের মিলন মেলা, মুক্ত মনের মিলন মেলা। সব তর্ক হবে খুব মজার সাথে যুক্তির ভিতরে। খাওন দাওন হইবেক তাই আসুন আমরা খোলা মন নিয়ে মিলিত হই। জীবন চলার পথে কিছু শিখি,জানি। ২ দিনের দুনিয়াতে এত রেশা রেশি কেন ? সব চেয়ে বড় পরিচয় আমারা মানুষ।
ভাল থাকুন সুন্দর থাকুন। সুন্দর হোক আপনার আগামির দিন আলোয় আলোয় আলোকিত। আমাদের সাথে যারা মিলিত হতে চান আপাতত আমার এফ,বি লিঙ্ক যোগাযোগ করুন। nzrahmed