ছবিঃ নিস্তব্ধ সন্ধ্যার কান্না এবং একটি প্রশ্ন ! ছবিটা আমিই তুলেছি ।
যখন আমি তোমাকে স্বার্থপর বলি একবার ও কি ভেবে দেখেছি,
আমার নিজের ভেতরে কতোটা স্বার্থপরতা ।
যখন তোমাকে প্রেমহীন বলি একবার ও ভেবে দেখেছি,
আমার নিজের ভেতরেই কতোটা ভালোবাসাহীনতা ।
যখন তোমার জীবন নিয়ে প্রশ্ন করি
একবার ও ভাবি না আমার জীবনটা কতোখানি প্রশ্নবিদ্ধ
অথচ মনে মনে নিজেকে ভেঙ্গে গড়ি
আমার ভেতরেই চলে প্রতি মুহূর্তের মহাযুদ্ধ
আমি তোমায় ছোট করি
যখন আমার ভেতরের মানুষটাই ছোট হয়ে যায়
ঈর্ষার অনল আগুনে পুড়ে মরি
দেখে তোমার অর্জন , সুখ আর সফলতায়
এই আমিই তুমি , কিংবা তুমিই আমি
আমাদের মতো অন্যরা মিলে এক সমাজের মানুষ আমরা
ঈর্ষা আর ভালোবাসার অদ্ভুত এই ভূমি
প্রতিনিয়ত কি বিচিত্রই করে রেখেছি সমাজের এই আমরা ।
#কবিতাঃ প্রশ্ন
#নুরুন নাহার লিলিয়ান
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩