(ছবিঃ ইন্টারনেট )
সহস্র কষ্ট বালিশের নিচে চেপে রেখে ,
স্বপ্নরা আসে চোখের পাতায়।
জীবনকে সামনে রেখে অর্থহীন,
প্রবলবেগে প্রবাহিত হয় মিথ্যা সময়!
তবুও নিত্য নিয়মের ঘোরে
মানুষ প্রতিনিয়ত লড়াই করে।
বিদগ্ধ অস্তিত্বের জোরে
তবুও কিছু স্বপ্নিল সুখ থাকে আধাঁরে।
অলিক স্বপ্ন গুলো পরগাছা হয়ে বাড়ে ,
অসহায় নিঃশব্দ বুকের গভীরে ।
কখনও বেঁচে থাকার ইচ্ছে গুলো উড়ে
নির্বিকার আকাশে কিংবা নিঃসঙ্গ পাহাড়ে ।
তবুও ভালবাসা থাকে বুকের গহীনে
মানুষ ভালোবাসে দুঃখী হয় প্রেম বিহনে।
মানুষেরে ভালোবেসে প্রেমিক হয় অশ্রু বিসর্জনে,
তাই কিছু প্রেম অমর হয় সহস্র ভিড়ে আর নির্জনে ।
#আঁধার সুখ
#নুরুন নাহার লিলিয়ান
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯