মিস্টার বিন !!
(মজা দেই, মজা লই)
© নূর মোহাম্মদ নূরু
মিস্টার বিন নামে আমি এক ক্লাউন,
বাড়ি মোর শূন্য নাই দারা পরিজন।
বাংলাতে নাম মোর ভাগ্যে যে জোটেনি,
ইংরেজী নাম নিয়ে করি তাই ফুটানি!
বাংলাতে কথা বলা সে যে বড় কষ্ট,
ইংরেজী শিখি নাই সময় হবে নষ্ট।
থাকি তাই বোবা হয়ে ভাব করি পণ্ডিত,
খোঁচা খুঁচি কারবারে অনেকেই বাঁধে সাধ।
খান দুই ডিম নিয়ে আছি পড়ে বহু দিন,
মনে হয় এ জীবনে আসিবেনা শুভ দিন।
কথা টথা বলিনা চুলকাই দিন রাত,
এইসব না করিলে ঢুকেনা পেটে ভাত।
মোরে নিয়ে কত জনে করে কত ফিসফিস,
কাজ কাম নাই তাই হাত করে নিশপিশ।৷
তোয়াক্কা করিনা তা চামড়াটা মোটা তাই
স্বভাবের দোষে আনি ফাক পেলে চুলকাই।
পোলা পানে তালি দেয় দেখে মোর রঙ ঢঙ ,
তালি দেখে কালি মেখে আমি তাই সাজি সঙ।
বোদ্ধারা দূরে থাকে দেখে নাক সিটকায়,
মর্ম তার বুঝিনা, তাই তা মাখি না গায়।
সব কেনো ইজি ভাবে নিতে আমি পারিনা,
বাঁকা ছেড়ে সোজা পথ কেনো আমি ধরিনা?
চুলকানি ছেড়ে দিয়ে খুঁজে নিলে সোজা পথ,
কেউ আর দেবে নাতো চুলকানির অপবাদ!
প্রকাশকালঃ ঢাকা-২৬ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৩