স্বপ্নের পদ্মা সেতু !!
© নূর মোহাম্মদ নূরু
দক্ষিণ পশ্চিম এক করিলো স্বপ্নের পদ্মা সেতু,
তবু কেনো মুখটি বেজার বুঝিনা তার হেতু!
জানি তোমার লাভ নাই কোনো থাকলে মোরা সুখে,
মোদের মুখে ফুটলে হাসি পাও কি ব্যাথা বুকে?
কোন দিনই ভাবো নাইতো, এদেশটা যে সবার,
দক্ষিনেরই মানুষরাও যোগায় তোমার খাবার।
পূব উত্তরের মানুষ যেমন সবাই বাংলাদেশী,
একই দেশের মানুষ মোরা নইতো পরবাসী।
কত কষ্ট করছি মোরা ঢাকা আসার পথে,
পদ্মা নদী পাড়ি দিছি প্রাণটি নিয়ে হাতে।
লঞ্চ ডুবিতে লাশ হয়েছি, খবর কি তার রাখো,
পদ্মা সেতুর উদ্ধোধন কেন বাঁকা চোখে দেখো!
এই সেতুতে মিলবো মোরা সারা দেশের মানুষ,
বাজবে কতো বাদ্য বাদন উড়বে অনেক ফানুস।
গাড়ির সারি চলবে পথে নিচ দিয়ে রেল গাড়ি,
অল্প সময় পৌঁছে যাবো যে যার নিজের বাড়ি।
রেলের সাথে ঘুরে যাবে সবার ভাগ্যের চাকা,
উজান দিকে ঘুরবে সদা অর্থনীতির পাখা।
দক্ষিনের মাছ তরকারী পাইবে তাজা তাজা,
বাসি থেকে তাজা মাছে লাগবে অনেক মজা!
ষড়যন্ত্র কূট মন্ত্র মনের, ময়লা সকল ঝাড়ো,
জয়বাংলা বলে সবাই এবার সামনে বাড়ো।
এক দেশের মানুষ মোরা সবাই যে ভাই ভাই,
অপর ভাইয়ের উন্নতিতে হিংসা করতে নাই।
প্রকাশকালঃ ঢাকা-২৫ জুন ২০২২ ইং
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২২ রাত ১১:৩৮