লাল্লু মিয়া !! (একটি রম্য)
নূর মোহাম্মদ নূরু
মহাজ্ঞানী লাল্লু মিয়া বুদ্ধি তার টনকে টন
দিন রাত তিনি সমান তালে উপদেশ কপচান।
সমগ্র বাংলাদেশ ওজন মাত্র পাঁচ টন?
মহাজ্ঞানী লাল্লু তার হিসাব কষে হয়রান।
শুণ্য বাড়ি ফাঁকা ঘর বিরাণ পড়ে রয়,
যদি কেউ হানা দিয়ে সব কিছু নিয়ে যায়!
পেয়ালাতে চা পান, সকালে ও বিকালে
আর কিছু সাথে নাই পড়বেনা ঝাঁকালে।
থাকেন তিনি পরবাসে অনেক দূরের পথ
কাজ কাম কি করে নানা জনের নানামত।
ধর্ম কর্মতেও তার আছে অভিনব মতবাদ
রাতকে তিনি দিন বলেন দিনকে বলেন রাত।
সাথে তার সাগরেদ সায় দেয় সবটায়
কেউ কেউ প্রতিবাদে ঘাড়টা মটকায়!
কিসে যানি কি হলো হঠাৎ এক ঝটকায়
উধাও হলো লাল্লু সাগরেদ তাই তড়পায়!
আসে পাশে প্রতিবেশী কেউ কেউ খোঁজ নেয়
উপদেশ দাতাকে এখন তারা জ্ঞান দেয়।
স্বার্থ ভরা দূনিয়াতে কেউতো কারো নয়
লাল্লুকে ভুলে গিয়ে নিজ কাজে ডুবে রয়।
বেশী বাড়া ভালো নয় জ্ঞানী জন সদা কয়
সৎ পথে থেকে সদা আল্লাহকে করো ভয়।
ক্ষমা চাই যত পাপ লেখা আছে অতীতের
ক্ষমাশীল আল্লাহ ভালোবাসেন আমাদের।
প্রকাশকালঃ ঢাকাঃ ২৯ এপ্রিল ২০২১ইং বৃহস্পতিবার
উৎসর্গঃ হারিয়ে যাওয়া প্রিয় লাল্লূ মিয়াকে
আগের রম্যঃ
১। আগের রম্য ছড়া
২। কবি উপাখ্যান
৩। আরো একটি রম্য
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
nuru.etv.news@gmail.com
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০