হাসিখুশির নাই শেষ, পাগল ভরা বঙ্গ দেশ!!
নূর মোহাম্মদ নূরু
রঙ্গে ভরা বঙ্গ দেশে পাগল গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে লজ্জাতে যা্ই মরিয়া।
ছুটি পেয়ে অনেক মানুষ দলে দলে গ্রামে যায়,
লক ডাউনে ঘরে থাকি তাতেও কেউ পাগল কয়।
করোনা যে ছোঁয়াছে রোগ জানি কিন্তু সবজনা
তার পরেও পাগলেরা শোনেনা কারো মানা।
নিত্য দিনই একই চিত্র দেখতে পাবেন সকলে,
রাস্তা ঘাটে বাজারেতে ভীর করে সব পাগলে।
কারো ঘরে ভাল্লাগেনা চৈত্রের এই গরমে
বুদ্ধি তাদের লোপ পেয়েছে মরে যা্ই সরমে।
ঘেমে গেলেও জানটা রবে ধরবেনাতো করোনা।
জবাব পাই আল্লাহ আছে আমার কিছু হবেনা।
আল্লাহ আছে সবাই মানি রোগ কিন্তু আপন না
সাবধানে যে থাকার হুকুম তা কেন মানোনা।
এমন শত পাগলেতে ভরে গেছে দুনিয়া,
আসল পাগলপ খুঁজতে হবে সকল কিছু জানিয়া।
এই পাগল আর সেই পাগলে ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগল ঠাই পেতে চায় সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে ঘাপটি মেরে সবসময়
সাদা মনে খুঁজলে তারে তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে এই রঙ্গমেলায় হয়না কভু তার থাকা।
অন্তরের চোঁখ খুলে গেলে দেখতে পাবে তার দেখা।
প্রকাশকালঃ
ঢাকাঃ রবিবার ৫ এপ্রিল ২০২০ইং
পাগলের সিকুয়্যালঃ পাগল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
nuru.etv.news@gmail.com
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭