পাগল (ছড়া)
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাগল (ছড়া)নূর মোহাম্মদ নূরুপাগল কোথায়? কেবা পাগল
ভাবছি বসে নির্জনে,
কোথায় গেলো পাগল পাবো
নগর কিংবা দূর বনে।
আমি পাগল তুমি পাগল
পাগল ভরা দুনিয়া,
কোন পাগল খোঁজো তুমি
কওনা আমায় খুলিয়া।
রঙ্গে ভরা বঙ্গ দেশে
পাগলে গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে
লজ্জাতে যা্ই মরিয়া।
পাগল আছে হরেক রকম
ভাবে শুধু নিজেকে,
নিজের কথা ভেবে ভেবে,
বাড়ায় নিজের পুঁজিকে।
গদির লোভে কেউবা পাগল
মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়
আতঙ্ক দেশ জুড়িয়া।
এই পাগল আর সেই পাগলে
ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে
জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগল ঠাই পেতে চায়
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে
ঘাপটি মেরে সবসময়
সাদা মনে খুঁজলে তারে
তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে রঙ্গমেলায়
হয়না কভু তার থাকা।
অন্তরের চোঁখ খুলে গেলে
দেখতে পাবে তার দেখা।প্রকাশকালঃঢাকাঃ সোমবারঃ ২৩ মার্চ ২০১৫ইং
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
বাকপ্রবাস, ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৯
জ্বর হলে আমি বেশামাল,
স্মৃতিগুলো সব পঙ্গপাল।
উড়ে এসে আত্মহুতি আগুনে,
ভেসে বেড়াই ফাগুনে।
ভুলে যাই দাঁড়ি, কমা, সেমি,
আবার হয়ে উঠি প্রেমি।
যদিও না আবার ফিরে চাই,
তবুও ভাবনার কোনো পথ নাই।
এসে দাঁড়াও, কেন আসো?
উত্তাপে... ...বাকিটুকু পড়ুন
রাস্তায় বাহারি গাড়ি,
গাছে গাছে পাতা মরে
তুষার হয়ে ঝুলছে,
ফুটপাতে একটা দু’টো মানুষ,
প্রতিদিনই আমার ডাকবাক্স ভরে দেয় কানাডা পোষ্ট,
যতোটুকু চোখ যায়
চোখ ফিরে আসে সাদা তুষার নিয়ে।
আহারে রিকশা,
আহারে মানুষের মেলা,
অনেক দিন... ...বাকিটুকু পড়ুন
মক্কা আর মদীনায় ১০ দিন কাটিয়ে হাইল শহরে যাচ্ছি। আমার ছোট ভাই এই শহরের একটি হাস্পাতালের ডাক্তার। এখানে কয়েক দিন কাটিয়ে দেশে ফিরবো, সে রকমই ইচ্ছা। আমার পিতা-মাতার...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
জেনারেশন৭১, ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩
আমি ৩ বছর আগে সৌদী আরব গিয়েছিলাম প্রয়োজনে, ৫ দিন ছিলাম; আমার যা দেখার আমি দেখেছি; আমি ওমরাহ কিংবা হজ্বে উৎসাহী মানুষ নই। এখন আমাদের ব্লগার...
...বাকিটুকু পড়ুন চার হাজারের উপর ধর্ম ও মত থেকে পরিস্কার মানুষের মধ্যে মতভেদ কি পরিমাণ? চাঁদগাজী তাঁর সাথে যারা মতভেদ করেন তাদেরকে লিলিপুটিয়ান, ডোডো পাখি, পিগমি, প্রশ্নফাঁস জেনারেশন ইত্যাদি বলে...
...বাকিটুকু পড়ুন