পঞ্চাশের দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হকের ৭৯তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সব্যসাচী লেখক হিসেবে খ্যাত বিখ্যাত বাংলাদেশী কবি ও কথাশিল্পী লেখক সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী লেখক' বলা হয়। বিচিত্র রচনায় পঞ্চাশের দশক থেকে সৈয়দ শামসুল হক সমৃদ্ধ করে চলেছেন বাংলা সাহিত্যের ভান্ডার। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান সৈয়দ শামসুল হক। বাংলা একাডেমী পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৭৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৫ সালে আজকের এই দিনে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক। পঞ্চাশের দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হকের জন্মদিনে শুভেচ্ছা।
সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মাতা হালিমা খাতুন। শামসুল হক কুড়িগ্রাম মাইনর স্কুলে তার শিক্ষাজীবন শুরু করেন। সেখানে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। এরপর তিনি ভর্তি হন কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে। এরপর ১৯৫০ সালে গণিতে লেটার মার্কস নিয়ে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ১৯৫২ সালে জগন্নাথ কলেজ থেকে মানবিক শাখায় পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। কলেজ পাসের পর ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে স্নাতক পাসের আগেই ১৯৫৬ সালে সেখান থেকে পড়াশোনা অসমাপ্ত রেখে বেরিয়ে আসেন। সেই থেকে লেখালেখিকে তিনি একমাত্র ব্রত করে নিয়েছেন।
(স্ত্রী ডাঃ আনোয়ারা সৈয়দ হকের সাথে সৈয়দ শামসুল হক)
জনাব হকের ভাষ্য অনুযায়ী, মাত্র এগারো-বারো বছর বয়সে বাড়ির রান্নাঘরের পাশে সজনে গাছে একটি লাল টুকটুকে পাখি দেখে তার প্রথম পদটি তিনি লিখেছিলেনঃ 'আমার ঘরে জানালার পাশে গাছ রহিয়াছে/ তাহার উপরে দুটি লাল পাখি বসিয়া আছে'। এর কিছুদিন পর তাঁর প্রথম উপন্যাস ‘’দেয়ালের দেশ’’ প্রকাশিত হয়। ১৯৫৪ সালে প্রথম গল্পগ্রন্থ 'তাস' প্রকাশের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের সাহিত্যাঙ্গনে স্থায়ী আসন করেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয় 'শীত বিকেল', 'রক্তগোলাপ', 'আনন্দের মৃত্যু', 'প্রাচীন বংশের নিঃস্ব সন্তান', 'জলেশ্বরীর গল্পগুলো'সহ তার বিচিত্র বিষয়ের গভীর জীবনঘনিষ্ঠ রচনা। ১৯৫৯ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস 'এক মহিলার ছবি'। তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 'নীল দংশন', 'খেলারাম খেলে যা', 'বৃষ্টি ও বিদ্রোহীগণ', 'তুমি সেই তরবারি', 'নিষিদ্ধ লোবান'। ছোটদের জন্য লেখা 'সীমান্তে সিংহাসন', 'আবু বড় হয়' ও 'হাডসনের বন্ধু' পেয়েছে বিপুল পাঠকপ্রিয়তা। তার অতুলনীয় কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'নূরলদীনের সারাজীবন' ইত্যাদি।
সৈয়দ শামসুল হকের প্রথম কাব্যগ্রন্থ 'একদা এক রাজ্যে' প্রকাশিত হয় ১৯৬১ সালে। সৈয়দ হকের ভাষা আর আঙ্গিকের উজ্জ্বল নিরীক্ষার পরিচয় উৎকীর্ণ হয়ে আছে 'বিরতিহীন উৎসব', 'অপর পুরুষ', 'বৈশাখে রচিত পঙ্ক্তিমালা', 'পরানের গহীন ভিতর'সহ বিভিন্ন কাব্যগ্রন্থে। ম্যাকবেথ, টেম্পেস্ট, শ্রাবণ রাজা সহ বিশ্বসাহিত্যের বেশকিছু গুরুত্বপূর্ণ রচনাও বাংলায় অনুবাদ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য শিশুসাহিত্য সীমান্তের সিংহাসন (১৯৮৮),আনু বড় হয়, হড়সনের বন্দুক ইত্যাদি। এছাড়াও তার নিষিদ্ধ লোবান অবলম্বনে তৈরী হয়েছে গেরিলা চলচ্চিত্র। লেখালেখি ছাড়াও সৈয়দ শামসুল হক বিবিসিতে সাংবাদিকতাসহ পঞ্চাশ ও ষাটের দশকে সাংবাদিকতার সঙ্গেও ছিলেন যুক্ত। পরে সাহিত্যচর্চাকে পেশা হিসেবে নিয়েছেন। সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা-পূর্বকালেই অর্জন করেছেন আদমজী পুরস্কার। এ ছাড়া বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ আরও সম্মাননা ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি।
এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক জনাব হক ব্যক্তিজীবনে প্রথিতযশা লেখিকা ডাঃ আনোয়ারা সৈয়দ হকের স্বামী। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৭৯তম জন্মবার্ষিকী আজ। পঞ্চাশের দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হকের জন্মদিনে শুভেচ্ছা।
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন
কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....
আমির হোসেন আমুকে দেখা একদিন....
২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন
=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=
বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন
বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি
আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।
সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন