আজকে হঠাৎ ফেসবুকে সামুর অস্তিত্ব খুজতে গেলাম। কারন আগে কখনই ফেবুতে তাহাকে দেখে নাই।

তো খুজতে গিয়ে সামহুয়ারইনব্লগ নামে ৩টি গ্রুপ ও ২টি ফ্যান পেইজ এর খোজ পাইলাম। তার পর সেগুলো ওপেন করে দেখতে লাগলাম, আর যাহা দেখিলাম তাহা আর কি বলিবো। প্রথমেই মনে হলো সামু এতো অশ্লীল, কেমনে কি??


ইহার মধ্যে একটি গ্রুপ অশ্লিলতায় ভরা। যার মেম্বর ৭২০ জন। আর এই কর্ম মাত্র কয়েকজন করতেছেন, যার উৎস হইল সরেজমিন বার্তা নামের একটি পত্রিকা (!)...http://www.sorejominbarta.com
জানবার মুন্চায়, এই গ্রুপের মেম্বাররা কি সামুর বলগার?
মুই আর কিচু কমু না। শুধু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দুঃখিত লিংকু দিতে ভুলে গেসিলাম Click This Link