৭ই মার্চের ভাষণের সাথে পরিচয় ছোট থেকেই। বাসায় এর ক্যাসেট ছিল। তখন "মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি", "সালাম সালাম হাজার সালাম", "কফি হাউজের সেই আড্ডাটা" সাথে এই ভাষণটা প্রায়ই বাজতো। হালখাতার সময় অনেকে আমাদের ক্যাসেটগুলো ধার করে নিয়ে যেয়ে বাজাতো। ভাষণের অনেক অংশ তো শুনে শুনেই মুখস্ত হয়ে গিয়েছিল।



৭ই মার্চের ভাষণ নিয়ে ব্লগে ডজন ডজন পোস্ট আছে। সবগুলো পড়া সম্ভব হয়নি, তবে আমার জানা মতে পোস্টগুলো নীচের তিন ক্যাটাগরির ভেতরই থাকবে....
১. কিছুটা বিকৃতঃ যেমন .... ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ! বা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ .. লেখা দুটো একই(আজকেও এমন একটা পোস্ট এসেছে)। এই রকম ভাষণ গতবছর প্রথম সারির এক পত্রিকাতে(নেটে) পড়েছিলাম। এটা কখনোই মূল ভাষণ নয়, এটা মূলত ভাষণটির ভাবানুবাদ।
সহজে চেনার উপায়: ... "আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোর" লেখা দেখে(মূল ভাষণটিতে ছিল, "ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর")। আরেকটি বাক্য, "কেউ যদি ন্যায্য কথা বলে আমরা তা মেনে নেব, এমনকি তিনি যদি একজনও হন"(আসলে বাক্যটা হবে, "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশী হলেও একজন যদিও সে হয় তাঁর ন্যায্য কথা আমরা মেনে নেব")
২. ২০০৪সালে বিবিসি বাংলায় প্রকাশিত ভাষণ(জয় বাংলার বিশেষ সংখ্যাতেও প্রায় একই রকম ভাষণ প্রকাশিত হয়েছিল) : এখানে দু-একটা জায়গা ছাড়া মূল কথা/বক্তব্য/ভাষণ ঠিক আছে।
যেমন.. ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারি কয়েকটি ভাষনের অন্যতম সেরা ভাষণ - হাসান কালবৈশাখী ; এখানে, কোন রকম সম্বোধন ছাড়াই ভাষণটা শুরু হয়েছে এবং "যদি ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনের মতেও যদি তা ন্যায্য কথা হয়, আমরা মেনে নেব" লেখা আছে (আসলে হবে, "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশী হলেও একজন যদিও সে হয় তাঁর ন্যায্য কথা আমরা মেনে নেব।")
অথবা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের মুক্তি সনদ - কোবিদ
অথবা, নূরু ভাইয়ের আজকের পোস্ট(বিশ্ব ঐতিহ্য দলিলঃ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের মুক্তি সনদ
এই ভাষণটি প্রায় ঠিক আছে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন (অডিও ও লিখিত) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
ব্যক্তিগত সংগ্রহে রাখা ৭ই মার্চের ভাষণঃ
১। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ (সংবিধানের ৫ম তফসিলের অনুরুপ)
২। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ(জয় বাংলা, বিশেষ সংখ্যার অনুরুপ)
৩। ৭ই মার্চের ভাষণ, ইউটিউব থেকে(ICT Division) অনুদিত
৪। ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ কি হারিয়ে গেছে?--মমতাজুল ফেরদৌস জোয়ার্দার
বি. দ্রঃ কয়েক মাস আগে . "বঙ্গবন্ধুনামা" শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেই কাজ কিছুটা এগিয়েছে
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২২