সামু যে চটি সাইটের তকমা পেয়েছে খবরটা অনেকেই শুনেছেন। বাংলা ভাষার সর্ববৃহৎ কমিউনিটি ব্লগে ৩ কোটির উপর পোস্ট এসেছে। হাজার হাজার পোস্টের সাথে দু-চারটা অ্যাডাল্ট কন্টেন্ট যুক্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না(ব্লগ অনুসন্ধানে সার্স দিলে ১৮ অনেক পেজ আসে)।
সরকার অ্যাডাল্ট সাইট বন্ধের উদ্যোগ নিয়েছে।
-ভালো কথা।
এর জন্য কয়েকদিন কিছু আইএসপি থেকে ব্লগে আসা যাচ্ছে না(আমি এখনো ডেক্সটপ মোডে ব্লগিং করতে পারছি না)।
-সেটাও না হয় মানলুম। (কর্তৃপক্ষ ২০ হাজারেরও বেশি সাইট চিহ্নিত করেছে। যার মধ্যে ১৫,৬৩৬টি প্রাপ্তবয়স্ক সাইট এবং ২,২৩৫টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেয়।)
তালিকাতে সামুর নাম দেখে অবাক হই নি, অবাক হয়েছি মন্ত্রীর মশায়ের বক্তব্যে, সামু নিয়ে যে মন্তব্য করেছেন সেটা পড়ে।
www.somewhereinblog.net এবং books.google.com.bd পর্নোগ্রাফির সাথে কিভাবে সম্পৃক্ত জানতে চাইলে টেকনোক্র্যাট মন্ত্রী মোস্তফা জব্বার জানান, সেখানে আপত্তিকর বিষয়বস্তু ছিল। এর জবাবে তিনি সাংবাদিককে জিজ্ঞাসা করেন, "এই ব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত বিষয় বস্তুগুলো কখনও পড়ে দেখেছেন?"(!!!???)
তিনি আরো বলেন, "সামহোয়্যারইন ব্লগ এক সময় খুবই বিতর্কিত ব্লগ ছিল৷ এদের কনটেন্টগুলো শুধুমাত্র সরকার বিরোধী না, আরো জঘন্য ছিল৷ যে কোনো বিষয়ে যাকে তাকে যেখানে সেখানে আক্রমণ করত তারা৷ নাস্তিকতার জন্যও দায়ী ছিল তারা৷ সুতরাং এরকম কোনো কনটেন্টের জন্য এটা হতে পারে৷ ওভার অল একটা সম্পূর্ণ নিরাপদ ইন্টারনেট চাই আমরা৷" (dw.com থেকে লিংকটা কপি করতে পারছি না।)
সামু নিয়ে মন্ত্রী চিন্তাধারা কী, ভাবা যায়! আমাদের বিরুদ্ধে তো অভিযোগের ছড়াছড়ি! এসব কি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেবার চেষ্ট?
পরিচ্ছন্ন হোক ইন্টারনেট, বেঁচে থাক সামুঃ
ইন্টারনেট জগৎ নিরাপদ থাকুক এটা আমরাও চাই। দেশের আইন/সামুর নীতিমালাও পর্নোকে সমর্থন করে না। (৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে, তবে তা মুছে ফেলা হবে । সামু কোন লাভজনক প্রতিষ্ঠান নয় যে ১৮ পোস্ট নিয়ে ব্যবসা করবে। সামুতে যেসব ১৮ লেখা/ছবি আছে, এর জন্য আমরাই দায়ী। সামুতে আপত্তিকর যেসব কন্টেন্ট আছে, মডারেশন প্যানেল আলোচনা করে তার কিছু অংশ মুছে ফেলা যেতে পারে। আমার বক্তব্য খুব পরিষ্কার, "নীতিমালা বিরুদ্ধ কন্টেন্ট(যদি থাকে) মুছতে হবে, আইপি বন্ধ করা যাবে না"।
আমরা চোখ-কান খোলা রেখে বিচক্ষণতার সাথে লেখালেখি করি। ব্লগিং হোক দেশ, মাটি ও মানবতার কল্যানে। হ্যাপি ব্লগিং...
কিছু লিংকঃ
১। ছয় মাস পর্ন সাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের (খবরটা গত নভেম্বরের)
২। টার্গেটে বিশ্বের সব থেকে বড় বাংলা ব্লগ
৩। বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে। - নোটিশবোর্ড
৪। সামহোয়্যারইনব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে, অভিযোগ কর্তৃপক্ষের
৫। নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় গুগল বুকস, সামহোয়ারইনব্লগ (Click This Link ।। http://www.dw.com/../a-47634886)
৬। যে কারণে বন্ধ করা যায় না পর্নো সাইট
৭। ভুল হচ্ছে, নিশ্চয়ই খুব বড় কোন ভুল হচ্ছে এখানে! - হাসান মাহবুব
৮। সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ অথবা, Click This Link
৯। শেখ হাসিনা সামু বন্ধ করতে পারে বলে বিশ্বাস হচ্ছে না - চাঁদগাজী
১০। ব্লগ ব্লক ও নিজেস্ব বগবগ - রুদ্র আতিক
১১. সামহোয়্যারইন ব্লগ বন্ধের তীব্র নিন্দা জানাচ্ছি। - গিয়াস উদ্দিন লিটন
১২. সামু বন্ধে পাঠক প্রতিক্রিয়া - মৃত্যু হবে একদিন
১৩. আমাদের শেষ ঠিকানাটি কেড়ে নিবেন না প্লিজ... - বোকা মানুষ বলতে চায়
১৪. সামু বড় আদরের জায়গা আমার/ আমাদের - জুন
১৫. শেইম মি: জাব্বার, শেইম - সোহানী
১৬. শান্তিপূর্ণ উপায়ে সুশৃঙ্খলভাবে করা যায় এমন যত ধরণের প্রতিবাদ রয়েছে- সামুকে পুরোপুরি মুক্ত করে না দেয়া পর্যন্ত তা অব্যাহতভাবে করে যাব। করেই যাবো ইনশাআল্লাহ। - নতুন নকিব
১৭. সামু খোলা আছে থাকবে, সন্ধ্যা রাত্রি ভোরে....... - কাজী ফাতেমা ছবি
১৮. সরকার, প্রশাসন, দুষ্ট-শিক্ষিত বাংগালীরা চিন্তাশীল প্রজন্ম চাহে না বাংলায় - চাঁদগাজী
১৯. মুক্তচিন্তা বন্ধ করা মানে পিছনের দিকে চলে যাওয়া - রোকসানা লেইস
২০. মিথ্যা অপবাদে- নিষেধাজ্ঞার বেড়াজালে সামু! মত্ প্রকাশের সাংবিধানিক মৌলিক অধিকার ফিরিয়ে দাও - বিদ্রোহী ভৃগু
২১. ব্লগের সাম্প্রতিক অবস্থা - ইনাম আহমদ
পুনশ্চঃ ইদানিং নতুন করে আবার ফ্লাডিং শুরু হয়েছে। তাহলে কী ছেড়েই দিতে হবে প্রিয় সামুকে? - আকতার আর হোসাইন
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ রিভিউ হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৬