আজ বিকেলে(৬ জানুয়ারি ২০১৯) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে একাদশ জাতীয় সংসদের মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। আগামীকাল (৭ জানুয়ারি) নতুন মন্ত্রীসভার সদস্যগণ শপথ নেবেন। এবারের মন্ত্রিপরিষদের সদস্য ৪৬জন। এর মমধ্য পূর্ণ মন্ত্রী ২৪জন, প্রতিমন্ত্রী ১৯জন এবং উপমন্ত্রী ৩ জন। ২৪ পূর্ণ মন্ত্রীর ৯ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে ১৬ জনই নতুন। উপমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত তিনজনই প্রথমবার স্থান পেয়েছেন মন্ত্রিসভায়।
আপনি জানেন কি?
মন্ত্রীসভা দেশের সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হল মন্ত্রী, আর প্রশাসনিক প্রধান হল উক্ত মন্ত্রনালয়ের সচিব। বর্তমানে প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার। মাসিক বাড়ি ভাড়া এক লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা। মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার। এ ছাড়া ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ একই বেতন পান। প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা। সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা।
মন্ত্রীসভার মন্ত্রীদের মর্যাদাক্রম ,
মন্ত্রী বা পূর্ণাঙ্গ মন্ত্রী: মন্ত্রীসভার সদস্য; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক।
প্রতিমন্ত্রী (মন্ত্রণালয়ের দায়িত্বে): নিম্নপদস্থমন্ত্রী; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক।ৃৃ
প্রতিমন্ত্রী: নিম্নপদস্থ মন্ত্রী; একটি মন্ত্রণালয়েরৃৃ কার্যনির্বাহক মন্ত্রীর নিকট দায়বদ্ধ।
উপমন্ত্রী: সর্বাধিক নিম্নপদস্থ মন্ত্রী; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক মন্ত্রী কিংবা কার্যনির্বাহক প্রতিমন্ত্রীর নিকট দায়বদ্ধ।
এখন পোস্টটা কেন দিলাম সেই প্রসঙ্গে আসি,
এবারের মন্ত্রীসভায় বেশ কিছু নতুন মুখ এসেছে, আছে তরুণ নেতাও। ফলে বাদ পড়েছে হেভি ওয়েট নেতারা। দেখি নতুনরা এবার কি চমক আনে। আরেকটি বিষয় লক্ষ করলাম, মন্ত্রীসভার নাম ঘোষনা করতে না করতেই উইকিতে এডিট করা শুরু হয়েছে। কর্তৃপক্ষ দেখছি খুব ফার্স্ট।
বিস্তারিত উইকিতে/লিংকুতে দেখুন... Click This Link
বিদায়ী মন্ত্রিসভার যারা নতুন মন্ত্রিসভায় নেই :
বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি। যাদের মধ্যে আছেন-
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তারানা হালিম, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আরিফ খান জয়, মুজিবুল হক, আবুল মাল আব্দুল মুহিত, আসাদুজ্জামান নূর, এ এইচ মাহমুদ আলী, এ এইচ শাহজাহান কামাল, আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ, মেহের আফরোজ চুমকি, বীরেন শিকদার, মুজিবুল হক চুন্নু, মোস্তাফিজুর রহমান ফিজার, নুরুল ইসলাম বিএসসি, সায়েদুল হক, নারায়ন চন্দ্র চন্দ, মতিউর রহমান, লে. কর্নেল নজরুল ইসলাম হিরু, মশিউর রহমান রাঙ্গা, কাজী কেরামত আলী, ইসমত আরা সাদেক, মুজিবুল হক চুন্নু, শামসুর রহমান শরীফ, মীর্জা আজম।
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টে মন্তব্য সুবিধা নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪০