বেকার যুবক, স্বপ্ন দেখা পাপ যার,
বেকার যুবক, ক্লান্ত হওয়ায় মানা তার।
বেকার যুবক, শৈশবের স্বপ্ন ফেরি করে,
বেকার যুবক, বর্তমান তাকে নির্মম উপহাস করে।
বেকার যুবক, সিগারেট ফুকে হতাশা তাকে উড়ায়,
বেকার যুবক, শেষরাতে বেদনার ট্রেনে একাকী হারায়।
বেকার যুবক, হারিয়েছে সব যা ছিল অতীতে সুখকর,
বেকার যুবক, অকেজো তার বেচে থাকাটাই লজ্জাস্কর।
বেকার যুবক, কথা বললেই সে বেহায়া,
বেকার যুবক, অধিকার বলে কিছু নেই তার সে অপয়া।
বেকার যুবক, পরিবারকে নিয়ে ভাবেনা বিন্দুমাত্রও,
বেকার যুবক, অকারণে রাতের আঁধারে ভিজায় নেত্র।
বেকার যুবক, চাকরির আবেদন করে চলে হাজারটা,
বেকার যুবক, রাস্তায় রাস্তায় খোজে তার বেচে থাকার অধিকারটা।
বেকার যুবক, হারিয়েছে সুখগুলি
বেকার যুবক, নিষ্টুর সমাজের নিয়মের বলি।
চলমান এবং পুনর্বিন্যস্ত হবে
ট্রেইন