অপাংক্তেয় অনেক কথা ছিল তোমার,
তুমি বলতে চাইতে,আমার ব্যস্ততা বাধা ছিল
হাতে এখন প্রচুর সময়,আমি এখন সম্পূর্ণ ফ্রি
প্লিজ ওইগুলো বলবে কি??
পুরনো জরাজীর্ণ গাছটায় আম হলে তুমি খাবে,
বায়না ছিল তোমার আর শুনে হেসেছিলাম আমি
সেই গাছটাই আজ নবপত্রপল্লব নিয়ে আমে ভরপুর
একটা আম খেয়ে তোমার বায়ানাটা রাখবে কি?
হাতে হাত রেখে হেটে চলা পথের দুধারে
অসভ্য ইভটিজারগুলো থাকবেনা, স্বপ্ন ছিল তোমার
এখন আসলেই নেই, পথের ধারে সরকারি সিকিউরিটি গার্ড
কপোত কপোতীরা সেথায় নিশ্চিতে হাটে
হাতে হাত রেখে আরেকটা বার হেটে তোমার স্বপ্নপূরণ করবে কি??
কারো কাছে আর টাকা চাইতে হবেনা আমার,
যদিও অনেক টাকা হয়নি তথাপি সেই অভাবটা আর নেই,
পার্কের ডাকাত ফুচকা চটপটিওয়ালাদের
বিল দেওয়ার ভয় করিনা আর
এগুলো তোমার ভাবনাতেই ছিল
আরেকটা বার ফুচকা কিংবা চটপটি খেয়ে ভাবনার প্রতিফলন ঘটাবে কি??
সকালের ক্লাস, বিকালে টিউশন থাকবেনা একদিন,
তোমার চাওয়া ছিল
আজ সেগুলো আসলেই আর নেই
কথা বলে আমার অলস সময়টা পার করে দেবে কি?
প্রতিটা প্রশ্নের উত্তর না সূচক হবে, কখনো ভেবেছিলে কি?
বাস্তবতা তাই করেছে
তখনকার গোয়ার ছেলেটা আজ বড় অসহায়
নিয়তি বলে সব মেনে নিতে বাধ্য হয়েছে।
জেনে রেখো আমার অতীত কিংবা আমার ভবিষ্যতের অতীত,
তোমাদের সব চাওয়াই পূরণ হবে সময়ের স্রোতে
অমবাস্যায় পূর্ণিমা চাওয়াটা কেবল তোমাদেরকেই শুভে।