ওরা চেতনায় বিশ্বাসী,
কিসের চেতনা, কিছুই জানেনা
তবুও ওরা চেতনার বিশ্বাসী।
ওরা চেতনা খায়, চেতনায় ঘুমায়
প্রয়োজনে চেতনার হাটও বসায়
ওরা চেতনার ব্যবসায়ী।
ওরা চেতনার দোহাইয়ে চেতনা পদলুন্ঠিত করে
ঝংকার বাজিয়ে আবার চেতনার পূজা করে
ওরা সদা জাগ্রত চেতনাধারী।
চেতনায় অচেতন ঘুমে বিভোর
স্বার্থউদ্ধারে চেতনার নরম সুর
ওরা চেতনাদন্ডের অধিকারী।
চেতনার বিষবাষ্প ভাসছে এ শহরে
নাকি শহর নিজেই ভাসছে চেতনার বিষবাষ্পে?
জানতে চাইলে আমি হব দন্ডিত
বলবে আমায় অবিমৃশ্যকারি।
ক্ষমা করো হে আদর্শ,
হে গৌরবোজ্জ্বল অতীত
পঙ্গু আর অসুস্থ চেতনা হতে মুক্তি দাও
হতে চাই সাফল্যমন্ডিত্।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২