অতি উৎসাহী উন্মাদ প্রাণীটিও জানতে ব্যর্থ হল ঘটনাটা কি ঘঠে গেল।
জীবন থেকে পাওয়া শিক্ষা “ অপমান অপেক্ষা মৃত্যু শ্রেয় আর বেশি পাওয়ার অপেক্ষায় অপমানিত হওয়ার চেয়ে কিঞ্চিত পেয়ে কেটে পড়া উত্তম”।
তাছাড়া “ বেঁচে থাকাটাই যেখানে মুখ্য ভাল থাকার কল্পনা সেখানে বিলাসিতা”।
যেমন ছিলাম, তেমন আছি আর এমনই থাকব অদুর ভবিষ্যতে।
কি পেয়েছি সেটা নিয়ে ভাবতে ভুলে গিয়ে কি দিতে পেরেছি তা নিয়ে ভাবতে শুরু করেছিলাম অনেক আগে তবে ইদানিং যেটা শিখেছি সেটা হল, কি দিতে পেরেছি তা নিয়ে ভেবে সন্তুষ্ট না হয়ে কি দিতে পারিনি তা নিয়ে হা হুতাস করে সময় কাটানো।
বিশ্বাস করুন আর নাই করুন, ইহার মধ্যে অন্যরকম অদ্ভুত এক অনুভুতি কাজ করে। নিজেকে সময় দেওয়া যায় অনেক বেশি। নতুন অনেক কিছু শিখতে পারা যায় লাগেনা কোন দীক্ষাগুরু।
আজকের লিখাগুলো আসলে আমার অনুভুতির কিঞ্চিত প্রকাশ। তাই লিখাগুলোও আশা করি অদ্ভুতই মনে হবে।
হিসেবের খাতায় স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি পৃথিবীকে কিছুই দিতে পারিনি, তাই পৃথিবী আমাকে মনে রাখবেনা এবং এতে আমার অনুতপ্ত হওয়ারও কোন ইচ্ছা নাই কেননা ওই সকল মানবীয় অনুভূতি অনেক আগেই হারিয়ে ফেলেছি।
ভালভাবে ভাল থাকুক ভাল পৃথিবীর ভাল মানুষগুলো, ভাল পরিবেশে ভাল মানুষদের সাথে নিয়ে…….
নিজেকে সময় দিতে গেলাম।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০