যে বা যিনি আপনার মধ্যে কোনকিছু(ভালবেসে সুখ) সৃষ্টি করতে পারে ওই সৃষ্ট "কিছুটা(সুখটাকে) কে" ধ্বংস করার ক্ষমতাও কেবল তারই থাকে।
আর সৃষ্টি কিংবা ধ্বংস দুইটাই তার ইচ্ছার উপর নির্ভর করে।
অন্যের সৃষ্ট যে বিষয়টা(ক্রিতিম সুখ ) নিয়ে আজ আপনি প্রফুল্লিত, সেটা যেকোন সময় উনি ধ্বংস করে দিবেনা অথবা আপনার হতে কেড়ে নিবেনা, এর গ্যারান্টি কি?
আপনার মধ্যে অবস্তুগত বিষয়গুলো যখন অন্য কেউ সৃষ্টি করল তখন আপনি তার কন্ট্রোলে চলে যাবেন। আপনার ভাবনাগুলো তখন তখন তাকেই ঘিরে থাকবে ইচ্ছে করলেও নিজেকে ঘিরে আর ভাবতে পারববেননা।
সর্বদাই ভীত সন্তস্ত্র থাকবেন কখন সেগুলো ধ্বংস শুরু হয়ে যায়?
ধ্বংস গেলে হয়তো আপনিও হারিয়ে যাবেন, নষ্ট হয়ে যাবে আপনার সৃজনশীলতা, আকড়ে ধরে রাখবেন সেই সৃষ্টির স্মৃতি গুলো যেগুলো আপনাকে শুধু পিছু টানতে পারবে, সামনে এগোতে দিবেনা ।
তবে সত্য কথা বলতে কি, তবুও আমরা সেই স্রষ্টাকেই খোঁজে ফিরি প্রতিনিয়ত যে আমাদের মধ্যে কৃত্রিম অনুভূতির সৃষ্টি করে বিনাশ্রমে রাজত্ব কায়েম করবে আমাদের মনোরাজ্যে। শুরু করবে ভাঙা গড়ার খেলা।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮