মরিচা পড়া অতীতের স্মৃতি আর ধারালো অনুভূতির কোপাকোপিতে আমাদের / বাঙালির হৃদয় প্রতিনিয়তই রক্তাক্ত হয় আর সেই রক্তাক্ত হৃদয়ের রক্ত দিয়ে আলতা পড়ে হলিও আমাদের/বাঙালির মধ্যেই কেউ না কেউ খেলে।
ওরা বুঝেনা যে, প্রকৃতি কখনো কোনকিছু ভুলে যায়না, আজ অথবা কাল সে প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত থাকে।
প্রকৃতি ক্ষমা করতে জানেনা।
আর প্রকৃতির প্রতিশোধ বড়ই নির্মম কেননা, প্রকৃতি অনুভূতির জন্মদাত্রী হলেও তার নিজের কোন অনুভূতি নাই।
আজ যে অন্যের হৃদয়কে রক্তাক্ত করে লোহিতবর্ণের আলতা পড়ে হলি খেলছে কাল প্রকৃতি তার হৃদয়ে রক্তগঙ্গা বইয়ে দিবে যে রক্ত দিয়ে হয়ত কোন কীটপতঙ্গ অবহেলায় হলি খেলবে এটাই নিয়ম।
চলছে, চলুক রক্ত নিয়ে হলি খেলা,
পড়ছে পড়ুক আলতা,
হৃদয় অনুভূতিতে হোল ফোটাক
শত কোটি বোলতা ..........
(আমি বাঙালি, আপনি????? )
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০৯