-তুমি আমাকে এখনো ভালবাসো নাফিজ?
-না!
-না বলতে কি একটুও সময় নিলেনা!!
-সত্য সবসময় অকপটেই বলে দেয়া উচিৎ।
-তোমার সত্যের জয় হোক, ভালো থেকো।
-তুমিও!
ফোনের লাইনটা কেটে দেয় রিমু। আর কোন কথা বলতে পারেনা। ও এখন নিশ্চিত যে নাফিজ ওকে সত্যি সত্যি ভুলে গিয়েছে। তবুও মনকে মানাতে পারছে না।। না হয় আমি ওর কথা রাখতে পারিনি, আমি ওর হতে পারিনি তাই বলে আমাকে ভুলেই যাবে!! কথাটা ভাবতে ভাবতেই চোখের জলে আর কাজলে একাকার হয়ে যায়।
আর নাফিজ! যাকে ভালবাসেনা তাকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই ভুলে যাওয়াটাই আর হয়ে উঠেনি নাফিজের। রিমু শুধু ওর মুখের না শব্দটা শুনেছে। ওর হৃদয়ের প্রতিটা স্পন্দন তখন চিৎকার করে বলছিল "রিমু আমি তোমাকে আজও অনেক ভালবাসি আজও বড্ড মিস করি। এক মুহুর্তের জন্যে তোমায় ভুলতে পারি না।'' যে কথার শেষ শব্দটা ছারা আর কিছু শুনতে পায়নি রিমু।
কিছু সম্পর্ক এভাবেই বহমান। চাইলেই ভুলা যায় না কিছু মানুষকে। নিওতির স্রোতধারা দুটি মানুষকে আলাদা করে দেয়। তাদের আর মুখোমুখি দেখা হয় না। কিন্তু মন দুটির দেখা ঠিকই একদিন হয়ে যায়। যখন একজন আরেকজনকে বলার মত কোন কথায় আর থাকে না। শুধু নির্দিধায় বলতে হয় আমি তোমাকে ভুলে গিয়েছি, তুমিও যেও কেমন।