হয়ত স্বপ্ন ডানায় ভর করে,
অথবা ঐ নীল আকাশ ছুয়ে।
নয়ত কোন এক বর্ষণ দুপুরে,
যাবো নীলচে সীমানা পেরিয়ে।
একরাশ শুকনো পাপড়ি হাতে,
গোধুলীর সেই অন্তিমকালে,
দাড়িয়ে ছিলাম আমি বহুকাল।
আসোনি তুমি মিথ্যে ছলে...।
একাকার হয়েছিল আকাশ বাতাস,
ভারি হয়েছিল পাখির গুঞ্জনা।
শুধু সেই তুমি আসনি বলে,
ফিরেছি আমি সাথে নিয়ে যন্ত্রণা।
প্রতিক্ষার নীল পাহাড় বয়ে নিয়ে,
আমি আজ বড্ড ক্লান্তপ্রাণ।
ক্লান্ত হিয়া তাই অধীর অপেক্ষায়,
কবে হবে মুক্তি কবেইবা অবসান।