ডিজিটাল দেশের একটি অতি চেনা সভ্যতা।
যে সভ্যতা এখন আর আমাদের মানসিকতায় নাড়া দেয় না।
আমরা এই সভ্যতা কে রাস্তারই একটা অংশ মনে করে পেছনে ফেলে চলে যাই।
আসলে এমন দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্থ হয়ে গেছি এখন। তাই আর
এমন দৃশ্য আমাদের দৃষ্টি আকর্ষন করতে পারে না।
একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের আশে পাশেই বা রাস্তার ধারে এমন অসহায়
মানুষ রয়েছে। এদের স্বপ্ন আমাদের মত আঁকাশ ছোয়া নয়। এদের স্বপ্ন বলতে একটাই
সেটা হলো দু-বেলা দু-মুঠো ভাত। আমাদের মত আরাম বিছানাও এদের স্বপ্নে ভর করে
না। দু-বেলা খেয়ে বেঁচে থাকতে পারাটাই এদের বড় পাওয়া।
যে পাওয়া আমি আপনি ইচ্ছে করলেই পূরন করে দিতে পারি।
শুধু প্রয়োজন এমন একটি সুন্দর মনমানসিকতার।
আমাদের এমন মানসিকতাই পারে একটি ক্ষুধার্ত দূর্বলকে একটু প্রাণ দিতে
#ছবিঃ এন আর মাহমুদ
ছবিটি ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্তর থেকে তোলা হয়েছে।