বিশাল আকাশে অদূর থেকে
হঠাৎ ভেসে চলে আসে
এক টুকরো কালো মেঘ।
অঝোড় বৃষ্টি হয়ে ঝরে পরে
অজানা কোন শান্তির দূত হয়ে।
ঘন কালো ওই মেঘের ভাজেও
লুকানো থাকে এক পসলা শান্তি।
অথচ একমুঠো শান্তির খোঁজে
পার করেছি সহস্র বছর।
খোঁজে তবু পাইনি শেষে।
কোন এক চৈত্রের প্রখর রৌদ্রে
জলের পিপাসায় ক্লান্ত মরিয়া প্রায়।
অদূরে যেথায় পথ গিয়েছে বটের ছায়া ঘেষে।
সেথায় বসেও পথিক খুঁজে পায় এক পসলা শান্তি।
অথচ একমুঠো শান্তির খোঁজে
পার করেছি সহস্র বছর।
খোঁজে তবু পাইনি শেষে।
চলতে চলতে জীবনের বাকে
হঠাৎ তোমার দেখা মেলে।
আলোহীন চোখে দেখালে স্বপ্ন।
বিচরনে বিস্তৃত হলে হৃদয়ের ভাজে।
হঠাৎ দমকা হাওয়ায়
ঘুম ভাঙে কাল বৈশাখে।
হারিয়ে যায় এক পসলা শান্তি।
সেই আমি একমুঠো শান্তির খোঁজে,
পেরিয়ে এলাম সহস্র বছর।
খোঁজে তবু পাইনি শেষে।
#ছবিঃ জাহেদুর রহমান রবিন