ব্যাস্ততার কারনে বেশ কদিন ব্লগে আস্তে পারিনি। প্রযুক্তি উপরে এক্তি পোস্ট পড়লাম একটি ফেসবুকে। অনেক জানা হল, শেখা হল। সব কিছুর পরে মনে প্রশ্ন একটাই রয়ে গেল... আর তা, প্রযুক্তি আসলে মানুষের উপকারটাই বেশী করে, না ক্ষতি? প্রযুক্তির মাধ্যমে হয়তো মানুষের শুধু যোগাযোগ মাধ্যমই নয়, অনেক কিছুই এগিয়ে গেছে বটে, পাশাপাশি কি মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেনা? উন্নতির থেকে অবনতি কতটা ভয়াবহ? মার্ক টু য়ের একটি মন্তব্য পড়ে মনে হল, উনি লিখেছেন...মডু আপনার পোস্ট সরিয়ে ফেলেছেন। এই মডু নামটা কার বুঝতে পারছিনা। আর আমি যে কটা পোস্ট লিখেছি, সবই তো ঠিক ঠাক মত আছে। তাহলে সরালো কোথায়? কি সরালো বোধগম্য নই। উনি কি তবে মিথ্যা বলছেন, নাকি এখানেও কোন সমস্যা হচ্ছে, বুঝতে পারছিনা। আরও একটা প্রশ্ন নিজের মনে থেকে যাচ্ছে, যত টুকু মনে পড়ে, রানার নামে কেউ কে কি আমি মন্তব্যর উত্তর দিয়েছিলাম কিনা, মনে করতে পারছিনা। কিন্তু মার্ক টু কে ভ্রাতা বলে এমন তো কোন উত্তর আমি দেইনি, বা বেয়াদবি মূলকও কোন কথা বলিনি, তা হলে ... চিন্তা করতে পারছিনা কি হচ্ছে!!! যাই হোক, আমি প্রযুক্তির সুফলাতার কারনে হয়তো আজ এখানে লিখতে পারছি। কিন্তু তার কুফলতাই আমাকে এখানে এনে দাড় করিয়েছে। আমি আবারো বলছি... ব্লগ জনম দাসী সত্যিকার সেই আসল জনম দাসী নয়। আপনারা যাচাই করুন, এবং বিভ্রান্ত থেকে মুক্ত থাকুন। সকলের মঙ্গল কামনার্থে...
আমি সাধারন এক মূর্খ মানুষ।
--------------------------------
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৪