হাড়ভাঙা খাটুনির পর বিছানা নিতে কার না ভাল লাগে? কিন্তু অনেক সময়ই বিছানায় এপাশ–ওপাশ করে সকাল হয়ে যায়। তবে হতাশ হবেন না। কয়েকটি অভ্যাস মেনে চলুন। তাহলেই একঘুমে সকাল।
❏ বিছানায় যাওয়ার আগে বাথরুমে যান। চোখে পানির ঝাপটা দিন। ময়লা পরিষ্কার হয়ে ঘুম আসবে।
❏ খাওয়া–দাওয়ার পর দাঁত মাজার অভ্যাস রয়েছে নিশ্চয়ই! একটু বিরতি দিন। দাঁত মাজুন ঘুমাতে যাওয়ার আগে। ভাল ঘুম হবে।
❏ বইয়ের পাতা ওল্টালেও ঘুম আসে না! অভ্যাস পাল্টান। কার্টুন বা কৌতুকে ভরা অনুষ্ঠান দেখুন। মাথায় দুশ্চিন্তা ভিড় করবে না।
❏ শুতে যাওয়ার আগে বই পড়ার অভ্যাস ভাল। তবে রহস্য বা ভূতের গল্প না পড়াই ভাল। তার চেয়ে আত্মজীবনী পড়ুন। মনে ইতিবাচক প্রভাব পড়বে।
❏ ভগবানে বিশ্বাস থাকলে শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন। ভক্তিগীতিও গুনগুন করতে পারেন।
সূত্র: আজকাল *** কালেরকন্ঠ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০