বাংলাদেশের মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সবাই depressed । প্রথমত মেডিক্যাল এর পড়াশোনা অন্য লেভেল এর হার্ড। + এখানকার মেডিক্যাল পরবর্তী বিভিন্ন year এর পরীক্ষা পদ্ধতি নিয়েও গ্যাঞ্জাম আছে।
তবে শুধু মেডিক্যাল না, ইঞ্জিনিয়ারিং এর অবস্থাও সেম । সবাই মনে করে, X ভার্সিটি ভালো , Y ভার্সিটি খারাপ। কিন্তু দিন শেষে দেখবেন, যেই ভার্সিটিতেই যাবেন সেখানেই কোনো না কোনো drawback আছেই।
পাবকিল প্রাইভেট যে মারামারি হয়, সেখাকার অবস্থাও সেম। দুই ধরনের student রাই সেই লেভেলের depressed । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাবলিকের student রা স্বীকার করতে চায় না (কারণ আমাদের দেশে পাবলিক ভার্সিটিকে পড়াশোনার HIGHEST Ranking দেয়া হয়। যার ফলে এতো ভালো জায়গায় ও যে student দের মানসিক চাপ থাকতে পারে, সেটা সমাজ মেনে নিতে চায় na)। আর প্রাইভেটের অবস্থাও করুন।
মোদ্দা কথা, যদি বাংলাদেশেই থাকেন, এর মধ্যেই বেঁচে থাকতে হবে। Depression দেখবেন, ভালো দেখবেন, খারাপ দেখবেন...
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০