কিছু মানুষ থাকে যারা বাই বর্ন অলয়েজ বিরোধী দল। স্যিচুয়েশন যাইহোক, যেমনই হোক, তারা এর বিরোধিতা করতে আগায় আসবে - ইয়ে আইমিন ফেসবুকে।
এরপর আরো একদল পাবেন। এরা মনে করেন অলয়েজ পুলিশ বাহিনী। প্রথম বাহিনী ঝাপায় পড়ার কিছুক্ষনের মধ্যে তারা চলে আসবে। হাউকাউ কাইজ্জাকাইজ্জি লেগে যাবে।
গাইস - বাংলার মানুষের 'পাছা দুই ভাগ' থিওরীর মূলে কারা - জানতে চোখ রাখুন আপনারই হোমপেইজে। সর্বশেষ সংযোজন, কমার্স কলেজ এবং কতিপয় ন্যাদাবাচ্চাদের প্রেম ভালোবাসা এবং বিরহের গল্প। সাড়ম্বরে চলিতেছে।
প্রথম পার্টি চলে এসেছে 'কেন নিষ্পাপ শিশুদের টিসি দিলোরেএএ' দ্বিতীয় পার্টিরও আনাগোনা সেখানে দেখা যাচ্ছে। কিছুক্ষনের মধ্যেই তীব্র ক্যাঁচক্যাঁচ দেখা যাবে বলে আমরা আশাবাদী।
মজাটা শুনবেন? কমার্স কলেজ যদি টিসি না দিতো প্রথম পার্টির এদেরই অনেকের লেখা দেখা যেত আজকে 'কোথায় গেল সমাজ, কলেজের কি কোন দায়িত্ব নেই! ছিছি' এবং ইত্যাদি।
উপভোগ করুন। সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন সন্ধ্যার পর 'জীবন মানে - জ্বী, বাংলার ফেসবুকিয় কাইজ্জা' অনুষ্ঠানে।
পুনশ্চঃ পোলাপান নাটক করসে, কলেজ ড্রেসে ফাত্রামি করসে, কলেজ টিসি দিসে, পোলাপান টিসি খাইসে, কারন কলেজের নিয়মে আছে কি করা যাবে কি করা যাবে না পোলাপান এটায় সাইন করেই ভর্তি হইসে - ইটস নান অফ মাই অর ইয়োর বিজনেস। তাদের ঘরের ব্যাপার, তারা সামলাক। চালাক হলে উপভোগ করুন, দেখা যাক এই ইস্যু বাংগালিকে কয়দিন সার্ভ করে
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৫৯