আমাদের বিকালটা শুরু হল...
ঝিরঝিরে বৃষ্টি দিয়ে
দুজন কে ভিজিয়ে......
অজানা জায়গা, অচেনা মানুষ
চিনি শুধু তোমাকে, জানি শুধু তোমাকে
কিন্তু তুমি মাঝে মধ্যে নেই কেন তোমার মাঝে?
হয়তো আমি ব্যাস্ত অনেক...
নতুন দেখা সমুদ্র নিয়ে,
পাথরের উপর বসে আমি- মগ্ন তাকিয়ে
কেন বকছ?
তুমি তো জানো আমি কখনও
পাথরের উপর হাটিনি
তাই পরে যাচছি।
আমি তোমার হাত আশা করেছিলাম।।
আমি হাত বাড়ালাম তোমার মন ছুতে
হাত পূর্ণ হল বৃষ্টির পানিতে, সমুদ্রের নোনা জলে
আর রুপালি বালিতে ।
বুক ভরা সমুদ্রের তাজা বাতাস নিয়ে
ফিরছি তোমার সাথে
আধো আলো সিএনজিতে, খুব কাছাকাছি দুজনে,
তোমার নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড কে
অক্সিজেন মেনে বুক ভরে শ্বাস নিয়েছি, কাঁধে মাথা রেখেছি,
আবেশে চোখ বুজেছি...... আর তুমি কিনা বললে,
আমাকে সংযত হতে, মানুষ কি ভাববে !!
আমি কি ভাবলাম জানি না,
তুমি কি ভাবছ সেটাই ছিল আমার ভাবনা ।
তোমার ছিন্ন চিন্তার জাল জোড়া দিতে,
কত সুঁই এ হাত ভরেছি ।
তোমার অস্থির মন কে শান্ত করতে,
নিজে কত টা অস্থির হয়েছি ।
তোমার ক্লান্ত দেহ কে প্রান দিতে, তোমার মলিন মুখে হাসি ফোটাতে
কখন যে নিজের আবেগ বিসর্জন দিয়েছি ।।
রুপালী সৈকতের সোনালি বিকাল টা
শেষ হল বেদনার এক বেগুনী রঙা সন্ধ্যায় ।
নীল জোছনার রাতের গল্পটা নাই বললাম,
কষ্টের রঙ যে গাঁড় নীল সেদিন যে বুঝলাম ।।