৮০ বছর বয়সী এক বৃদ্ধ একটি ওষুধের দোকানে গিয়েছেন।
দোকানের অল্পবয়স্ক কর্মচারীকে তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন- এই ছেলে, তোমাদের দোকানে ভায়াগ্রা বা ইয়াবা ক্যাটাগরির ট্যাবলেট আছে কি?
কর্মচারী বললো- আছে।
বৃদ্ধ বললেন- দুটো দাওতো। ট্যাবলেটগুলি ৪ ভাগ করে দিও।
কর্মচারী মুচকি হেসে বললো- দাদু, আপনার যা বয়স, এতে একসঙ্গে ৪টা খেলেও কাজ হবে কি না, সন্দেহ; তার ওপর আবার একটা ট্যাবলেট ৪ ভাগ করতে বলছেন!
বৃদ্ধ বললেন- তোমার বুঝতে ভুল হচ্ছে বাবা; তুমি যা ভাবছো, ঘটনা আসলে তা নয়।
কর্মচারীর মুখের অভিব্যক্তিতে দুষ্টু হাসির বদলে কৌতূহল প্রকট হলো।
বৃদ্ধ তা বুঝতে পেরে বললেন- প্রস্রাব করলে পায়ে লাগে। চাচ্ছি একটু দূরে পড়ুক।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২৬