আজ বাংলাদেশ সময় সকালে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এতে মুভি ও টেলিভিশন সিরিজ মিলিয়ে মোট ২৫ টি ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড প্রদান দেয়া হয়েছে। আমন্ত্রিত বহু অতিথি ও ওয়ার্ল্ডওয়াইড সেলিব্রেটিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত। সব কল্পনার অবসান ঘটিয়ে বেস্ট পিকচার - ড্রামা খেতাবটি জিতে নেয় আলোচিত মুভি স্লামডগ মিলিয়নেয়ার। এছাড়া বেস্ট অ্যাকট্রেস ও বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস, দু’টি খেতাবই নিজের করে নেন কেট উইন্সলেট। এখানে অ্যাওয়ার্ড উইনারদের সম্পূর্ণ লিস্ট দেয়া হলো:
১. বেস্ট মোশন পিকচার - ড্রামা
স্লামডগ মিলিয়নেয়ার
২. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ মোশন পিকচার - ড্রামা
কেট উইন্সলেট (রিভোলিউশনারি রোড)
৩. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ মোশন পিকচার - ড্রামা
মিকি রাউর্ক (দি রেসলার)
৪. বেস্ট মোশন পিকচার - মিউজিকাল অর কমেডি
ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা
৫. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ মোশন পিকচার - মিউজিকাল অর কমেডি
স্যালি হকিন্স (হ্যাপি-গো-লাকি)
৬. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ মোশন পিকচার - মিউজিকাল অর কমেডি
কলিন ফ্যারেল (ইন ব্রুগ্জ)
৭. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ সাপোর্টিং রোল ইন এ মোশন পিকচার
কেট উইন্সলেট (দি রিডার)
৮. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল ইন এ মোশন পিকচার
হিথ লেজার (দি ডার্ক নাইট)
৯. বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম
ওয়াল-ই
১০. বেস্ট ফরেইন ল্যাঙ্গুয়েজ ফিল্ম
ওয়াল্টজ্ উইথ বশির (ইজরেল)
১১. বেস্ট ডিরেক্টর - মোশন পিকচার
ড্যানি বয়েল (স্লামডগ মিলিয়নেয়ার)
১২. বেস্ট স্ক্রিনপ্লে - মোশন পিকচার
সাইমন বুফয় (স্লামডগ মিলিয়নেয়ার)
১৩. বেস্ট অরিজিনাল স্কোর - মোশন পিকচার
এ আর রহমান (স্লামডগ মিলিয়নেয়ার)
১৪. বেস্ট অরিজিনাল সং - মোশন পিকচার
দি রেসলার (দি রেসলার)
১৫. বেস্ট টেলিভিশন সিরিজ - ড্রামা
ম্যাড মেন (এএমসি)
১৬. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ টেলিভিশন সিরিজ - ড্রামা
অ্যানা প্যাকুইন (ট্রু ব্লাড)
১৭. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ টেলিভিশন সিরিজ - ড্রামা
গ্যাব্রিয়েল বির্ন (ইন ট্রিটমেন্ট)
১৮. বেস্ট টেলিভিশন সিরিজ - মিউজিকাল অর কমেডি
৩০ রক (এনবিসি)
১৯. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ টেলিভিশন সিরিজ - মিউজিকাল অর কমেডি
টিনা ফে (৩০ রক)
২০. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ টেলিভিশন সিরিজ - মিউজিকাল অর কমেডি
অ্যালেক বাল্ডউইন (৩০ রক)
২১. বেস্ট মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন
জন এ্যাডামস (এইচবিও)
২২. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন
লরা লিনি (জন এ্যাডামস)
২৩. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন
পল জিয়ামাটি (জন এ্যাডামস)
২৪. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাকট্রেস ইন এ সাপোর্টিং রোল ইন এ সিরিজ, মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন
লরা ডার্ন (রিকাউন্ট)
২৫. বেস্ট পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল ইন এ সিরিজ, মিনি-সিরিজ ও মোশন পিকচার মেড ফর টেলিভিশন
টম উইলকিনসন (জন এ্যাডামস)
এক নজরে ৬৬তম গোল্ডেন গ্লোব উইনার লিস্ট ২০০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন