দেখলাম আমার লেখার সাথে আরো কিছু লাইন যোগ হয়েছে, যেগুলো হুবহু দারাশিকোর ২৮ ডিসেম্বর তারিখের টাইম ম্যাগাজিনের টপ টেন মুভিস অব ২০০৮ টাইটেলের পোস্টটির (Click This Link)সাথে হুবুহু মিলে যায় এবং ব্যবহৃত ছবিগুলিও হুবহু ওই পোস্টের ছবিগুলিই।
স্বভাবতই, দারাশিকো হয়তো ভাবতে পারেন যে আমি তার পোস্ট থেকে লেখাটি কপি করেছি; আসলে যা আমি করিনি এবং যেটি মোটেও আমার ব্যক্তিত্বর সাথে যায় না। আমি দারাশিকোকে ২৮ তারিখ রাতেই তার চমৎকার পোস্টটির জন্য কমেন্ট অপশনে থ্যাংকস জানাই এবং চেষ্টা করি আমার লেখাটিকে তার লেখার প্রভাবমুক্ত রাখার।
সম্ভবত মোহাম্মদ আরজু (http://www.somewhereinblog.net/blog/arju007) আমার অনুমতি ব্যতীত লেখাটিকে আপগ্রেড করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন এবং সম্ভবত তিনি রিচেক করতে ভুলে গেছেন। যেমন- ৬ নাম্বারের দি কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন ও ৭ নাম্বারের স্লামডগ মিলিয়নেয়ার মুভি দু'টিতে প্লট রিপিট হয়েছে; ৫ নাম্বারের মিল্ক মুভিটিতে আমার লেখাটি পুরোটা বাদ দেয়া হয়েছে। আর টাইটেলের নিচে ইন্ট্রোতে "আমাদের পাঠকের" পরিবর্তে "আমাদের পাঠককে" লিখলে অনুভূতির প্রকাশ সঠিক হতো। তবে, ৮ নাম্বার মুভি আয়রন ম্যান-এর কাস্টের ভুলের দায়ভার অবশ্যই আমার এবং এই অনাকাঙ্খিত ভুলের জন্য আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী।
তাই দারাশিকোর প্রতি আমার অনুরোধ রইলো, অনুগ্রহ করে আমাকে ভুল না বুঝলে কৃতজ্ঞ থাকবো এবং আমার মূল লেখাটি এবং ছবিগুলি আপনার জ্ঞাতার্থে এখানে দেয়া হলো।
টপ ১০ মুভি ২০০৮ বাই টাইম ম্যাগাজিন
সম্প্রতি বিশেষ সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিন টাইম প্রকাশ করেছে তাদের চোখে ২০০৮ এর সেরা ১০ টি মুভির তালিকা। ইংরেজি মুভি দর্শকদের জন্য সেই ১০ টি মুভির সংক্ষিপ্ত তথ্য ক্রমানুসারে জানাচ্ছেন নাজিম মাহমুদ।
১. ওয়াল-ই
কান্ট্রি: ইউএসএ
ডিরেক্টর: অ্যান্ড্রু স্ট্যানটোন
ক্যাটেগরি: অ্যানিমেশন-অ্যাডভেঞ্চার-কমেডি-ড্রামা-সায়েন্স ফিকশন
ভোকাল: বেন বার্ট, এলিসা নাইট, জেফ গার্লিন, ফ্রেড উইলার্ড প্রমুখ।
প্লট: দূর ভবিষ্যতের ছোট্ট একটি আবর্জনা সংগ্রহকারী রোবটের স্পেস জার্নির ওপর নির্ভর করছে মানবজাতির ভবিষ্যত!
২. সিনেকড্যাকি, নিউ ইয়র্ক
কান্ট্রি: ইউএসএ
ডিরেক্টর: চার্লি কফম্যান
ক্যাটেগরি: কমেডি-ড্রামা
অ্যাক্টর-অ্যাকট্রেস: ফিলিপ শিমুর হফম্যান, ক্যাথেরিন কিনার, ডেনিয়েল লন্ডন প্রমুখ।
প্লট: একজন থিয়েটার ডিরেক্টর তার নতুন নাটকের অংশ হিসেবে একটি ওয়ারহাউজের ভেতরে নিউ ইয়র্কের একটি লাইফ-সাইজ রেপ্লিকা তৈরির উদ্যোগ নেয়।
৩. মাই উইনিপেগ
কান্ট্রি: কানাডা
ডিরেক্টর: গাই ম্যাডিন
ক্যাটেগরি: ডকুমেন্টারি-ড্রামা-হিস্টোরি
অ্যাক্টর-অ্যাকট্রেস: অ্যান সাভেজ, অ্যামি স্টুয়ার্ট, ড্রেসি ফের, বেনডান কেইড প্রমুখ।
প্লট: ফিল্মমেকার গাই ম্যাডিনের হোমটাউন ম্যানিটোবার উইনিপেগ নিয়ে ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি।
৪. ৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড ২ ডেজ
কান্ট্রি: রোমানিয়া
ডিরেক্টর: ক্রিস্টিয়ান মুঙ্গু
ক্যাটেগরি: ড্রামা
অ্যাক্টর-অ্যাকট্রেস: অ্যানামারিয়া মারিনকা, লরা ভাসিলিউ, অ্যালেকজ্যান্ড্রু পোটোশিয়ান, ইয়ন স্যাপডারু প্রমুখ।
প্লট: ১৯৮০ দশকে একজন রোমানিয়ান নারী তার বান্ধবীকে অবৈধ অ্যাবরশনে সাহায্য করে।
৫. মিল্ক
কান্ট্রি: ইউএসএ
ডিরেক্টর: গাস ভ্যান সান্ট
ক্যাটেগরি: বায়োগ্রাফি-ড্রামা
অ্যাক্টর-অ্যাকট্রেস: শন পেন, জশ ব্রোলিন, ডিয়েগো লুনা, জেমস ফ্রাঙ্কো প্রমুখ।
প্লট: সান ফ্রান্সিসকোর সুপারভাইজর ড্যান হোয়াইট দ্বারা ক্যালিফোর্নিয়ার প্রথম গে ইলেক্টেড অফিসিয়াল হার্ভি মিল্ক ও মেয়র জর্জ মসকোন অ্যাসাসিনেটেড হন।
৬. দি কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন
কান্ট্রি: ইউএসএ
ডিরেক্টর: ডেভিড ফিঞ্চার
ক্যাটেগরি: ড্রামা-ফ্যান্টাসি-মিস্ট্রি-রোমান্স
অ্যাক্টর-অ্যাকট্রেস: ব্রাড পিট, টিলডা সুইনটন, কেট ব্লানচেট, ডোনা ডুপ্লান্টিয়ার প্রমুখ।
প্লট: নর্দান বেঞ্জামিন বাটন নামের এক লোকের ৮০ বছর বয়স থেকে প্রতিনিয়ত বয়স কমতে শুরু করার আশ্চর্য কাহিনী। সাথে রয়েছে ব্রাড পিটের অনন্য মেকআপ।
৭. স্লামডগ মিলিয়নেয়ার
কান্ট্রি: ইউকে-ইউএসএ
ডিরেক্টর: ড্যানি বয়েল
ক্যাটেগরি: ক্রাইম-ড্রামা-রোমান্স
মিউজিক ডিরেক্টর: এ আর রহমান
অ্যাক্টর-অ্যাকট্রেস: ডেভ প্যাটেল, অনিল কাপুর, ফ্রিডা পিন্টো, ইরফান খান প্রমুখ।
প্লট: টিনেজ বয় জামাল মালিক হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার নামের কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় তার বান্ধবী লতিকার প্রতি তার ভালোবাসা প্রমাণ করার জন্য, যে কিনা ওই প্রোগামের একজন ভক্ত। অসাধারণ মুভি।
৮. আয়রন ম্যান
কান্ট্রি: ইউএসএ
ডিরেক্টর: জন ফ্যাভরিউ
ক্যাটেগরি: অ্যাকশন-অ্যাডঞ্চোর-থ্রিলার-সাইন্স ফিকশন
অ্যাক্টর-অ্যাকট্রেস:রবার্ট ডাওনি জুনিয়র, টরেন্স হাওয়ার্ড, জিনেথ প্যালট্রো প্রমুখ।
প্লট: ইন্ডাস্ট্রিয়ালিস্ট টনি স্টার্ক একটি লোহার তৈরি সুট তৈরি করে, যেটি দিয়ে আকাশে উড়তে পারা যায় এবং তিনি সেটি ব্যবহার করেন অশুভ শক্তির বিরুদ্ধে।
৯. স্পিড রেসার
কান্ট্রি: ইউএসএ-জার্মানি
ডিরেক্টর: অ্যান্ডি ওয়াচস্কি-ল্যারি ওয়াচস্কি
ক্যাটেগরি: অ্যাকশন-ফ্যামিলি-স্পোর্টস
অ্যাক্টর-অ্যাকট্রেস: এমিলি হার্শ, ক্রিস্টিয়ানা রিক্কি, জন গুডম্যান, মেলিসা হলরয়েড প্রমুখ।
প্লট: যুবক স্পিড রেসারের কাহিনী, যার ভেতরে জন্মগতভাবেই রয়েছে রেসিং ইন্সটিংক্ট এবং তিনি প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে চান।
১০. এনকাউন্টার্স অ্যাট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড
কান্ট্রি: ইউএসএ
ডিরেক্টর: ওয়ার্নার হার্জগ
ক্যাটেগরি: ডকুমেন্টারি
অ্যাক্টর-অ্যাকট্রেস: রায়ান অ্যান্ড্রু ইভানস, ওয়ার্নার হার্জগ, প্রমুখ।
প্লট: মুভিটিতেফিল্মমেকার ওয়ার্নার হার্গজ এন্টার্টিকা ভ্রমণ করেন চমৎকার সব ল্যান্ডস্কেপের ছবি ফুটিয়ে তোলার জন্য।
তাহলে আর দেরি কেন? কাছের ডিভিডি দোকান থেকে নিয়ে আসুন ভিন্ন স্বাদের মুভিগুলি আর উপভোগ করতে থাকুন।
পুনশ্চ: পোস্টটি মোহাম্মদ আরজুকে হীন প্রতিপন্ন করার জন্য একদমই নয়। আশা করি উনি আমার অবস্থান বুঝতে পারবেন। তারপরও তিনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২