সেই মানুষটা তুমি না হলে, জিজ্ঞেস করতাম-
জীবনে কতটুকু শিখেছো তুমি?
অচল মুদ্রা নিয়ে কতদিন পথ চলা যায়,
জানো কি তুমি?
সময়ের কাছ থেকে প্রতিশোধ নিতে
কত যুগ সময় লাগে,
আছে কি তোমার জানা?
অভিমানী ক্যাকটাস
কেন তার গায়ে কাঁটা জড়িয়ে রাখে,
জানো কি তুমি?
পিতৃঘাতী শব্দের শরীর কবিতা-
কবি কেন তাকে ধীরে ধীরে বাড়তে দেয়
আছে কি তোমার জানা?
দুঃখ কেন কোনও এক কবির সাথে
প্রতিদ্বন্দ্বিতা করে; অথচ বার বার হেরে যায়,
জানো কি তুমি?
কত কোটি ঠোকর খেয়েও মুনিয়া পাখি
বেদনার আকাশ নীলে আশ্রয় খোঁজে,
আছে কি তোমার জানা?
মানুষ যা ভাবে তা বাস্তবে সফল হয় নি
কিন্তু অদৃশ্য এক কল্পজগতে সম্ভব হয়,
কেন সম্ভব হয়,
জানো কি তুমি?
ছবি সূত্র: ইন্টারনেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৩