তোমার জন্য কবিতা-
আমি আমাকে ভুল করে কবি ভাবি
যখন তখন লিখতে বসি
যৎসামান্য ভাব এলেই।
সে মেয়ে যে পৃথিবীর মুখ দেখেনি
আমি তার কন্ঠে ভালবাসার কথা শুনি।
যে ফুল আজো ফোটেনি
তার মনের ভাব পড়ে ফেলি অনায়াসেই।
সে গাছ যার এখনো ভ্রুন জন্মেনি
আমি তার অজস্র ডালপালার
ঝিকিমিকি রোদের সাথে প্রেম করতে দেখি;
ছায়া দেয়ার সহানুভূতি অনুভব করি।
যে আগুন আজো বিরাট আকার ধারন করেনি-
সে আগুন পুড়িয়ে ফেলেছে
নগর, জনপদ, বনজঙ্গল
এই আমি ভাবি।
আমি প্রেমান্ধ ছিলাম না বলেই
আমার ভাব সংক্ষিপ্ত
তারপরও তোমাকে ভাবি।
রিয়া ১৯৯৮
ছবি সূত্র: ইন্টারনেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৫