রধানমন্ত্রী এক মিনিটও অপেক্ষা করেননি : শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, আজ (শনিবার) রাত ৭টা ১০ মিনিটের সময় প্রধানমন্ত্রীর এপিএসের সঙ্গে আমার কথা হয়। ওই সময় তিনি তাকে (এপিএস) জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া অচেতন। তাঁকে (খালেদা জিয়া) ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কিন্তু এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে চলে এসেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন জেনে শোক বই নিয়ে এগিয়ে এসে দেখি তিনি চলে গেছেন। এক মিনিটও তিনি অপেক্ষা করেননি। চেয়ারপারসনের কার্যালয়ের ভেতর থেকে শোক বই নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে এগিয়ে এসে দেখি তিনি (প্রধানমন্ত্রী) চলে গেছেন। এনিয়ে কারো নোংরা রাজনীতি করার সুযো্গ নেই।
শিমুল বিশ্বাস বলেন, বেগম খালেদা জিয়ার পুত্র শোককে নিয়ে কেউ সমবেদনা জানানোর নামে কুৎসিত রাজনীতি করুক, আমরা তা প্রত্যাশা করি না।
যারা বলছে, ‘গেইট খোলা হয়নি’, ‘ঢুকতে দেয়া হয়নি’ -তাদেরকে আমি বলব রাজনীতিতে শালীনতা বজায় রাখা উচিত। কেউ যদি এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
সূত্রঃ যুগান্তর