একটা ছাগু পোস্ট নির্বাচিত করায় হাসান কালবৈশাখী দেখি কান্নাকাটি করছে কয়েকদিন ধরেই। তার অভিযোগ সামুর মডুরা ছাগু। তাই ছাগু ও জাতীয়তাবাদী বেশ কিছু পোস্ট নির্বাচন করছে।
সে পোস্টে অন্য আওয়ামীলীগরাও এসে প্রতিবাদ করছে। আমার কথা হল যে নির্বাচক উক্ত পোস্ট নির্বাচন করেছেন তার যদি কেন সে পোস্ট নির্বাচন করা হয়েছে তার যুক্তিযুক্ত জবাব দেওয়ার যোগ্যতা না থাকে তবে সে কিভাবে নির্বাচক হয়?
নির্বাচিত পাতায় গেলেই দেখা যায় সব গল্প আর কবিতার ছড়াছড়ি । আলোচনা তর্ক বিতর্ক করার মতো তেমন কোন পোস্ট খুঁজে পাওয়া যায়না।
ব্লগ মানে গল্প কবিতায় নয়। গল্প কবিতা পড়ার জন্য একমাত্র আতেল ছাড়া আর কেউ ব্লগে আসেনা। গল্প কবিতা যারা লিখে তারা গল্প কবিতা নিয়েই ব্যস্ত । তাদের গণ্ডি নির্ধারিত অনুসারিত ব্লগারদের মধ্যেই।
সমসাময়িক বিষয়ে লেখা পোস্ট গুলোতে গল্পকার ও কবিরা মন্তব্য করেননা। গঠনমূলক রাজনৈতিক পোস্ট গুলোও তারা এড়িয়ে যান।
সামুর এখন যারা মডু তারা হয়তো গল্প কবিতা ভালো বুঝেন । কিন্তু অন্য বিষয় গুলো ( বিশেষ করে রাজনৈতিক , সামাজিক ও অন্যান্য বিষয় ) গুলোতে তাদের কোন ইন্টারেস্ট নাই ।
একমাত্র জানা আপা ছাড়া আর কোন মডুকে গল্প কবিতার বাইরে যেতে দেখা যাচ্ছেনা।
গতকাল ব্লগার মুনতাসির নাসিফ একটা পোস্ট লিখেছেন । পোস্টটি নির্বাচিত করা হয়নি। নির্বাচিত পাতায় গিয়ে দেখলাম সব গল্প আর কবিতা। তাও আবার এমন কিছু ব্লগারের পোস্ট নির্বাচিত করা হয়েছে যারা কোনদিন অন্যের পোস্টে মন্তব্য করেনা।
আমার মনে লয় সামুর মডুদের গল্প কবিতা রম্য ছাড়া অন্য কিছু বুঝে এরকম কেউ নেই । যদি না থাকে রাজনীতি বুঝেন এমন একজন নির্বাচককে নিয়োগ দেওয়া হোক।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ দুপুর ২:০৬