প্রিয় ব্লগারবৃন্দ,
গত ৪ই মে থেকে বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকায় ব্লগারদের অসুবিধা প্রসঙ্গে গত কয়েকদিন ধরে বিটিআরসি'র সাথে ইমেইল এবং টেলিফোনে আন্তরিকভাবে যোগাযোগ করে সর্বশেষ আমরা যা জানতে পেরেছি (ইমেইলের উত্তর নয়, টেলিফোনে যোগাযোগ) তা আপনাদের জানাচ্ছি:
সোমবার ১৬ই মে, বিটিআরসি থেকে জনাব তৌসিফ শাহরিয়ার আমাদের ফোন করে জানান যে, ১৯শে মে বৃহষ্পতিবার সকালে তাঁদের উর্ধতন কর্মকর্তা আমাদের সাথে একটি মিটিং এ বসতে চান (যা আমরা নিজেরাই গত কয়েকদিন চেয়ে আসছি)। প্রসঙ্গত তিনি বলেন, উচ্চ আদালত কয়েকটি নির্দিষ্ট পোস্টের URL গুলি ব্লক করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন এবং বিটিআরসি এই URL গুলিই শুধুমাত্র ব্লক করতে নির্দেশ দিয়ে IIG কে একটি চিঠি দেয়। আজ, জনাব তৌসিফ আমাদের ফোনে জানান যে, আগামী কাল আমাদের সাথে মিটিংটি হচ্ছে না এবং পুনরায় সম্পূর্ণভাবে সামহোয়্যার ইন ব্লগ চালু করতে উচ্চ আদালতের নির্দেশ পেতে হবে।
উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি একদিকে আমরা যেমন সম্মানের সাথেই মানবো তেমনি সেই আদেশটি সর্বসাধারণের জন্যে উন্মুক্ত ও সবার জানার অধিকারও আছে। তাই আমরা সেই আদালতের নির্দেশনার একটি কপি পেতে এবং নির্দিষ্ট URL গুলি সম্পর্কে আমাদের জানাতে অনুরোধ করলে তৌসিফ শাহরিয়ার বলেন, তাঁরা আমাদের উচ্চ আদালতের নির্দেশ কপি এবং IIG কে তাঁদের কর্তৃক পাঠানো চিঠির কপি দিতে পারেন না এবং এই বিষয়ে সহযোগিতা নিতে তিনি কোন আইন বিশেষজ্ঞের সাহায্য নিতে পরামর্শ দেন।
ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টি একজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা করি এবং জানতে পারি যে, যদি উচ্চ আদালত বিটিআরসিকে এমন কোন নির্দেশ দিয়ে থাকে তবে তার অবশ্যই একটি নির্দিষ্ট ধারায় এবং নির্দিষ্ট রীটের পরিপ্রেক্ষিতেই দিয়েছেন। আর এই নির্দেশনা সামহোয়্যার ইন কর্তৃপক্ষ সহ ২০০০০০ ব্লগার এবং সর্বসাধারণের জানার পূর্ণ অধিকার রয়েছে।
সকলের মঙ্গল কামনা করছি।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪০