তারিখ: ০৪.০২.১৬
সংবাদ বিজ্ঞপ্তি
জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতা ‘‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’’-এর ১২তম আসর শুরু হয়েছে৷
দ্য বব্স-এর চলতি আসরের জন্য মনোনয়ন জমা দেয়া যাবে আগামী ৩ মার্চ অবধি৷ ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনলাইন প্রকল্পকে মনোনয়ন করতে পারেন http://www.thebobs.com/bengali ঠিকানায়৷ বাংলাসহ ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেয়া যাবে৷ চলতি বছর চারটি ক্যাটেগরিতে ‘জুরি পুরস্কার’ দেয়া হবে৷ এগুলো হচ্ছে ‘সোশ্যাল চেইঞ্জ’ বা ‘সামাজিক পরিবর্তন,’ ‘টেক ফর গুড’ বা ‘প্রগতির জন্য প্রযুক্তি,’ ‘আর্টস অ্যান্ড কালচার’ বা ‘শিল্প এবং সংস্কৃতি’ এবং ‘সিটিজেন জার্নালিজম’ বা ‘নাগরিক সাংবাদিকতা৷’
দ্য বব্স প্রতিযোগিতা সম্পর্কে ডয়চে ভেলের প্রোগ্রাম ডিরেক্টর গ্যার্ডা ময়ার বলেন, ‘‘ভাষা এবং সংস্কৃতির বাধা ডিঙিয়ে আমরা সেই সব সৃজনশীল ব্যক্তিকে স্বীকৃতি দিতে চাই, যাঁরা বাকস্বাধীনতা রক্ষায় এবং উন্মুক্ত সমাজ গড়ায় কাজ করছেন৷’’
দ্য বব্স বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২ মে, বার্লিনে এক সংবাদ সম্মেলনে৷ আর ‘জুরি’ ও বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আগামী ১৪ জুন, জার্মানির বন শহরে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনে৷
চলতি বছর দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সামহয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম, বাংলা ট্রিবিউন, চায়না ডিজিটাল টাইমস, আইফেক্স, গ্লোবাল ভয়েসেস অনলাইন, ওয়াজা, সত্যগ্রহ, ওয়েবদুনিয়া, গয়া, হোরোমাডস্ক, নভয়ি ভ্রেমিয়া এবং মিডিয়াটাভা৷
যোগাযোগের লিঙ্কঃ
www.thebobs.com/bengali
dw.de/press
facebook.com/dw.thebobs
twitter.com/DW_thebobs
THE BOBS: http://WWW.THEBOBS.COM
PRESS: http://WWW.DW.DE/PRESS
INSIDER BLOG: BLOGS.DW.DE/INSIDER
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩