প্রিয় ব্লগার
আজ ১৫ই ডিসেম্বর, সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন। ২০০৫ সালের এই দিনে বাংলাদেশে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ার ধারনা নিয়ে যাত্রা শুরু করে কমিউনিটি বাংলা ব্লগ- সামহোয়্যারইন। পাশাপাশি সামহোয়্যারইন ব্লগের মাধ্যমেই অনলাইনে মাতৃভাষা বাংলা লেখা সম্ভব হয়ে উঠে। এই দীর্ঘ সময় জুড়ে একত্র থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
বিগত সময়গুলোতে ব্লগ ব্যবহারের নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে আজকের এই আনন্দের দিনে আমরা একটি নতুন সুবিধাজনক ও বৈচিত্রপূর্ন ভার্সন উপহার হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি। ব্যবহারে সুবিধা এবং অভ্যস্ততার জন্য বর্তমানে দুটি ভার্সনই আলাদা ভাবে রাখা হলো। খুব শিগগীরই কেবল মাত্র নতুন ভার্সনটি চালু থাকবে। নতুন ভার্সনটির লিংক হলোঃ
http://beta.somewhereinblog.net
নতুন ভার্সনটি ব্যবহারের ক্ষেত্রে যা যা লক্ষনীয়ঃ
১) পুরানো ভার্সন থেকে নতুন ভার্সনে যেতে হলে, নতুন করে আবার লগ ইন করতে হবে।
২) সামহোয়্যারইন ব্লগের মুল বৈশিষ্ঠ্য/পদ্ধতিকে মাথায় থেকে নতুন আরেকটি সুবিধাজনক পদ্ধতি যুক্ত করা হয়েছে।
৩) অপ্রয়োজনীয় অনেক সুবিধা বন্ধ করে বা ক্ষেত্র বিশেষে নতুন ভাবে সংযোজিত করে পেজ লোডিং দ্রুততর করা হয়েছে।
৪) নেভিগেশনের সুবিধার্থে নতুন একটি হেডার সংযুক্ত করা হয়েছে।
৫) ব্যবহারের সুবিধার্থে নোটিফিকেশনের স্থানটি পরিবর্তন করে হেডারে স্থানান্তরিত করা হয়েছে।
৬) ব্লগের সাথে আরো নিবিড় সম্পর্কের জন্য প্রোফাইল ছবি এখন থেকে ব্লগের হেডিংয়েই দেখতে পাওয়া যাবে।
৭) পোষ্ট পড়ার সুবিধার্থে ক্রমাগত স্ক্রলিং সুবিধাটি সংযুক্ত করা হয়েছে।
৮) নতুন ব্যবহারকারীদের জন্য ব্লগ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আগের চাইতে অনেক সহজ করা হয়েছে।
৯) লগইন এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার পদ্ধতিটি আরো সহজ করা হয়েছে।
১০) পোষ্ট পেইজটি আরো সুবিধাজনক ও নতুন করে ডিজাইন করা হয়েছে। এতে ছবি আপলোডসহ অন্যান্য ব্যবহার অভিজ্ঞতা আরো আনন্দদায়ক হবে।
১১) প্রতিমন্তব্যের ক্ষেত্রেও এখানে 'ক্রমাগত' ধারাটি সংযোজিত হয়েছে।
১২) মন্তব্যে/ প্রতিমন্তব্যে ছবি আপলোড করার নতুন সহজ পদ্ধতি চালু করা হয়েছে।
১৩) নতুন ভার্সনে আপলোডকৃত ছবিগুলো প্রথম পাতায় অপেক্ষাকৃত বড় দেখাবে। পুরনো ভার্সনের তুলনায় ফ্রন্ট পেইজে ছবিগুলো আড়াআড়ি এবং লম্বালম্বি ৩ গুণ বড় দেখাবে।
১৪) পুরোন ভার্সনে পোস্ট পেইজ তিনটি কলামে ছিল। নতুন ভার্সনে তা কমিয়ে দু'টি কলামে করে লেখা/পোস্টগুলো আরও দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হয়েছে।
নতুন ভার্সনে আমরা আমাদের লোগো অনুযায়ী যে ভাবনায় রঙের ব্যবহার করছিঃ
বেগুনীঃ এই রঙটি মানুষ এবং ঐক্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। যেমন ব্লগারের প্রোফাইল, কতজন ব্লগার এবং কতজন অনলাইন আছেন।
সবুজঃ 'অনুসন্ধান', 'আবিষ্কার', 'আগ্রহ' এবং 'উৎসাহ' এর জায়গাটি বোঝাতে সবুজ রঙটি ব্যবহৃত হয়েছে। যেমন: আরও পড়ুন, সকল পোস্ট, আলোচিত ব্লগ, সর্বশেষ মন্তব্য, স্টিকি পোস্ট ইত্যাদি।
কমলাঃ এই রঙটি আমরা 'কৃতিত্ব' ও 'অর্জন' বোঝাতে ব্যবহার করেছি। যেমন: রেজিস্ট্রেশন, লগ ইন, নতুন পোস্ট লিখুন, অনুসরণ করুন, মন্তব্য প্রকাশ করুন অর্থাৎ যা কিছুতে আপনার সক্রিয়তা এবং অংশ গ্রহণ বোঝায়।
উল্লেখ্য, এই নতুন ভার্সনটি ব্যবহারে কোথাও কোন অসুবিধার সম্মুখিন হলে আলোচনার সুবিধার্থে এখানেই মন্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিন। তাতে সবার অংশ গ্রহণে আলোচনার মাধ্যমে তা সংশোধিত/সমাধান সুবিধাজনক হবে।
অনেক শুভেচ্ছা রইল। শুভ ব্লগিং
বিনীত
সামহোয়্যার ইন ব্লগ টিম।