প্রিয় ব্লগার,
আসন্ন মহান বিজয় মাসের শুভেচ্ছা নিন। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলা ব্লগারদের মধ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবারও আমরা বাংলা ব্লগাররা একত্রিত হয়ে গৌরবময় বিজয়ের দিনে একটি শোভাযাত্রা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের শোভাযাত্রায় যে ব্যানারটি ব্যবহৃত হয় তা সবসময় ব্লগাররাই বিপুল উৎসাহে তৈরী করে থাকেন। সেই ধারাটি বজায় রেখে এবারও আমরা ব্লগারদের কাছে থেকে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের ব্যানারের ডিজাইন আহবান করছি। আপনাদের তৈরী ব্যানারগুলো ১৪, ১৫ এবং ১৯ ছাড়া পুরো মাস জুড়ে একে একে প্রদর্শিত হতে থাকবে।
আসছে ১৯ শে ডিসেম্বর, শুক্রবার ২০১৪ ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস। প্রতিবারের মত এবারও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরেও অবস্থানরত বাংলা ব্লগাররা মাতৃভাষায় দায়িত্বশীল ও উন্মুক্ত মত প্রকাশের প্রত্যয়ে একত্রে দিনটি উদযাপন করবেন। বাংলা ব্লগ পরিমন্ডলে এই বিশেষ দিনটির জন্যেও আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য, নির্বাচিত ব্যানারটি ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবসে ঢাকা সহ সারা দেশে এবং দেশের বাইরে একযোগে ব্যবহৃত হবে।
আপনার আনন্দময় ও উন্মুক্ত ভাবনাকে কাজে লাগিয়ে দিন। ব্যানারটি হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা আনন্দ, মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ।
আপনার ডিজাইন/ব্যানার পাঠাবার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
- ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, ভাষা পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো।
- ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, গোস্ঠি, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন গ্রহণযোগ্য হবে না। ।
- ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা 'বাঁধ ভাঙার আওয়াজ' বাক্যটি, ব্র্যান্ডিং এবং লোগো থাকবে না।
- ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।
- ব্যানারটিতে নির্দিষ্ট স্থানে অবশ্যই আপনার “ব্লগ নিক” যুক্ত করুন।
- ব্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফর্মেটের হতে পারে।
যেভাবে ব্যানার সাবমিট করবেন:
আপনার তৈরি ব্যানারে অবশ্যই আপনার ব্লগ নিকটি লিখুন। আপনার মেইল একাউন্টে গিয়ে ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন এই ঠিকানায়:
[email protected]
ইমেজ পাঠানোর সাথে মেইলে আপনার ব্লগের নিক ও লিংক অবশ্যই যুক্ত করবেন।
আপনাদের অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ ৩০শে নভেম্বর ২০১৪ থেকে এবং এই ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে ৪ঠা ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ।
শুভ ব্লগিং।
সামহোয়্যার ইন ব্লগ টিম।